Next scheduled rescrape ... never
Version 1
Last scraped
Scraped on 11/04/2025, 13:27:07 UTC


তোমারে কে কইছে? স্টারলিংক তোমারে তোমার ফ্রিডম দিবে। যদি তুমি পারো তাইলে ব্যাবসা করো এটা দিয়ে। কিন্তু মজার ব্যাপার হইলো কেউ তেমন সুবিধা করে উঠতে পারবে না। কারণ হলো বাংলাদেশের গ্রাম এলাকার যেই রাজনীতি, তুমি চাইলেই একটা এলাকায় বিজনেস করতে পারবা না। আমারেলাকায় আমি বিজনেস করবো বলছিলাম মনে আছে? কয়েকটা বড় বড় কোম্পানীর সাথে আলাপ তুমি নিজেই করেছো, এখন বড় সমস্যা হচ্ছে হাটুর জোর।

আমার এলাকায় যদি আমার হাটুর জোর অন্যের চাইতে কম থাকে, তাহলে বিজনেস সেই করবে, আমি পারবো না। গ্রামের বিজনেস পলিসি গুলো খুবই খারাপ। এসব এলাকায় নেট প্রোভাইডার হচ্ছে ডিস লাইন ব্যাবসায়ীরা। তারা ক্ষমতার ব্যাবহার করে মনের ইচ্ছে মতো বিজনেস করে। তুমি চাইলেই সেখানে বিজনেস করতে পারবা না।

আল্লাহ আমাকে সামর্থ্য দিলে আমি নিজেই এই বিজনেস করতাম।

বন্ধু ব্যাবসার সুযোগ দিবেনা আমি তো বলিনি। হোম ইউজাররা ব্যাবসা করতে পারবেনা। যারা ব্যাবসা করে তাদের জন্য ব্যান্ডউইথ সুবিধা দিতে পারে। কেউ যদি মনে করে হোম কীট নিয়ে এলাকায় ব্যাবসা চালাবে সেটা হবেনা। আর হাটুর জোর বাংলাদেশের সব জায়গায় আছে। তুমি তো জানো আমি একটা কোম্পানির সাথে যুক্ত আছি। অরবিটের রিজিওনাল পার্টনার আমরা। এখানে আরো কয়েকটা কোম্পানি আছে। কয়েকদিন ফাইবার কাটছে বিরক্ত করছে। একদিন তাদের যখন আখেরি ধরা ধরছি বাপ বাপ ডেকে এখন সব সোজা। না কিছু করতে পারে না কিছু বলতে পারে। এখানে পয়েন্ট হলো আমার জোর আছে দেখেই অই কোম্পানি টিকে আছে আর যদি না থাকতো অনেক সমস্যা হতো। আমাদেফ এরিয়াতে স্বাধীন ওয়াইফাই ঢুকছে। আমি নিজে তাদের অনেক নির্দেশনা দিছি। কোন এরিয়ায় ঢুকতে গেলে কোনদিকে ফাইবার টানতে হবে আমি নিজে মাঠে গিয়ে দেখিয়ে দিছি। যদি শুধু আমি চাই আমার এলাকায় স্বাধীন ব্যাবসা করতে পারবেনা। কিন্তু একজনের রিজিক অন্যকেউ খাইতে পারেনা। এমনকি যেই কলেজে আমার একচেটিয়া নিয়ন্ত্রন আছে সেই কলেজে স্বাধীন লাইন দিছে আমি নিজে উপস্থিত থেকে স্বাধীনের লাইন কলেজে দিতে সহায়তা করছি। যদি আমি না চাইতাম স্বাধীনের বাবারও ক্ষমতা ছিলোনা কলেজে লাইন দেওয়ার।

আপনাদের কাছে একটা বিষয় জানার জন্য এই পোস্টটি করলাম।

একচুয়ালি আমার বাসায় Link3 এর লাইন চালাই। 30mbps 1275 টাকা করে প্রতি মাসে। অন্যদিকে দেখতে পাচ্ছি AmberIT 20mbps মাত্র 650‌ টাকা এবং 35mbps মাত্র 800 টাকা। এখানে আপনারা কি কেউ এমবারাইটি ইউজ করেন? আর এই এমবার আইটি সার্ভিস কি রকম দেয়? ইদানিং Link3 প্রচুর ঝামেলা করতেছে ৩০ mbps হওয়া সত্বেও খুব একটা ভাল সার্ভিস পাচ্ছি না এখন। এই মুহূর্তে আমি চাচ্ছি এমবার আইটিতে যাইতে। 35mbps মাত্র 800 টাকা। যদি কেউ এখানে এমবারিটি ব্যবহার করে থাকেন তাহলে একটু সার্ভিসটা নিয়ে বলবেন কি রকম সার্ভিস পাচ্ছেন আপনারা।

ভাই বাংলাদেশে কোনো প্রোভাইডারই প্রোপার ভালো সার্ভিস দেয় না। আমার এরিয়াতে অরবিট ফার্স্টক্লাস সার্ভিস দেয় কিন্তু অন্যদিকে দেখা যাবে তাদের সার্ভিস ভালো না। তেমনই লিংক থ্রী বলেন আর যাই বলেন সব জায়গায় সার্ভিস এক না জায়গাভেদে একই কোম্পানির সার্ভিসে ব্যাপক ব্যাবধান থাকে। আমি ঢাকায় লিংক থ্রী চালাইতাম সার্ভিস ছিলো জঘন্য অথচ লিংক থ্রী আমার বোনের বাসায় ইউজ করে আমাদের শহরে সার্ভিস একেবারে ভালো। একমাত্র স্ট্যাবল ইন্টারনেট প্রোভাইড করে বিটিসিএল। কিন্তু বিটিসিএল এর কাষ্টমার সার্ভিস ভালো না। ফাইবার কাট হলে বা অন্য সমস্যা হলে সমাধান হতে হতে দেখবেন চলে গেছে ১৫ দিন।
Original archived Re: বাংলা (Bengali)
Scraped on 11/04/2025, 12:56:57 UTC


তোমারে কে কইছে? স্টারলিংক তোমারে তোমার ফ্রিডম দিবে। যদি তুমি পারো তাইলে ব্যাবসা করো এটা দিয়ে। কিন্তু মজার ব্যাপার হইলো কেউ তেমন সুবিধা করে উঠতে পারবে না। কারণ হলো বাংলাদেশের গ্রাম এলাকার যেই রাজনীতি, তুমি চাইলেই একটা এলাকায় বিজনেস করতে পারবা না। আমারেলাকায় আমি বিজনেস করবো বলছিলাম মনে আছে? কয়েকটা বড় বড় কোম্পানীর সাথে আলাপ তুমি নিজেই করেছো, এখন বড় সমস্যা হচ্ছে হাটুর জোর।

আমার এলাকায় যদি আমার হাটুর জোর অন্যের চাইতে কম থাকে, তাহলে বিজনেস সেই করবে, আমি পারবো না। গ্রামের বিজনেস পলিসি গুলো খুবই খারাপ। এসব এলাকায় নেট প্রোভাইডার হচ্ছে ডিস লাইন ব্যাবসায়ীরা। তারা ক্ষমতার ব্যাবহার করে মনের ইচ্ছে মতো বিজনেস করে। তুমি চাইলেই সেখানে বিজনেস করতে পারবা না।

আল্লাহ আমাকে সামর্থ্য দিলে আমি নিজেই এই বিজনেস করতাম।

বন্ধু ব্যাবসার সুযোগ দিবেনা আমি তো বলিনি। হোম ইউজাররা ব্যাবসা করতে পারবেনা। যারা ব্যাবসা করে তাদের জন্য ব্যান্ডউইথ সুবিধা দিতে পারে। কেউ যদি মনে করে হোম কীট নিয়ে এলাকায় ব্যাবসা চালাবে সেটা হবেনা। আর হাটুর জোর বাংলাদেশের সব জায়গায় আছে। তুমি তো জানো আমি একটা কোম্পানির সাথে যুক্ত আছি। অরবিটের রিজিওনাল পার্টনার আমরা। এখানে আরো কয়েকটা কোম্পানি আছে। কয়েকদিন ফাইবার কাটছে বিরক্ত করছে। একদিন তাদের যখন আখেরি ধরা ধরছি বাপ বাপ ডেকে এখন সব সোজা। না কিছু করতে পারে না কিছু বলতে পারে। এখানে পয়েন্ট হলো আমার জোর আছে দেখেই অই কোম্পানি টিকে আছে আর যদি না থাকতো অনেক সমস্যা হতো। আমাদেফ এরিয়াতে স্বাধীন ওয়াইফাই ঢুকছে। আমি নিজে তাদের অনেক নির্দেশনা দিছি। কোন এরিয়ায় ঢুকতে গেলে কোনদিকে ফাইবার টানতে হবে আমি নিজে মাঠে গিয়ে দেখিয়ে দিছি। যদি শুধু আমি চাই আমার এলাকায় স্বাধীন ব্যাবসা করতে পারবেনা। কিন্তু একজনের রিজিক অন্যকেউ খাইতে পারেনা। এমনকি যেই কলেজে আমার একচেটিয়া নিয়ন্ত্রন আছে সেই কলেজে স্বাধীন লাইন দিছে আমি নিজে উপস্থিত থেকে স্বাধীনের লাইন কলেজে দিতে সহায়তা করছি। যদি আমি না চাইতাম স্বাধীনের বাবারও ক্ষমতা ছিলোনা কলেজে লাইন দেওয়ার।