Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
DYING_S0UL
on 11/04/2025, 14:35:18 UTC
শেষ বলে কিছু নাই অফিসিয়ালি কার্যক্রম শুরু হলেই যে কেউ এটা ব্যাবহার করতে পারবে। হুজুগে বাঙালি ভাঙা ঘরে বসে দাম নির্ধারণ করে ফেলতেছে। এটার দাম এবং মাসিক ফী কতো হবে এখনো অফিসিয়ালি কিছু জানা যায় নি। এক এক দেশে এক এক প্রাইস। ইতালির মতো দেশে ২৯ ডলার মাসিক ফী। যাই হোক অফিসিয়ালি ঘোষনা আসার আগে আপাতত কিছু বলা যায় না।

একটা জিনিস সবসময় মনে রাখবেন, এখন আর গদিতে হাসিনা নাই, আছেন ডঃ মুহাম্মদ ইউনুস। তিনি হইলেন গেইম চেন্জার। হাসিনা যে জিনিস ১৫ বছরেও করতে সক্ষম হয়নি তিনি সেটা ৬ মাসে এনে দেখিয়েছেন। আর যেহেতু এনেই ফেলেছেন, আমি ড্যাম সিউর তিনি সবদিক দিয়ে ভেবে চিন্তেই ডিসিশন টা নিয়েছেন। যে দেশের মেজর একটি শ্রেণীর গড় আয় ৩০-৪০ হাজার টাকা সে দেশে অবিয়েসলি ১০ হাজার টাকার সাবক্রিবসন টাইপ কিছু চলবে না। তিনিতো এটা শুধুমাত্র অফিসিয়াল কাজে মিলিটারি ইউজকেসে আনতেছেন না। সর্বোপরি সবার জন্য। সো ইত্যাদিতে যতি মাত্র ২৯ ডলার হয়, এখানেও সিমিলার কিছু এক্সপেক্ট করা যায়।

বাকি টা আল্লাহ ভরসা। Smiley



আপনি সেখানে USD সিলেক্ট করে রাখছেন। ওটা চেঞ্জ করে BDT করুন তাহলেই শুধুমাত্র বাংলাদেশের মার্চেন্ট খুঁজে পাবেন।

আআআ এইটুকু জিনিসের জন্য এতো কিছু, লল! আমি ভাবলাম কি না কি হলো, সের্টিং এ গিয়ে কেওয়াইসি ঠিক আছে কিনা, রেসট্রিক্ট খাইছি কিনা এসব দেখা শুরু করছি, টেনশনে। যাইহোক ধন্যবাদ ভাই, কাজ করছে।