Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Shishir99
on 12/04/2025, 11:57:53 UTC
একটা জিনিস সবসময় মনে রাখবেন, এখন আর গদিতে হাসিনা নাই, আছেন ডঃ মুহাম্মদ ইউনুস। তিনি হইলেন গেইম চেন্জার। হাসিনা যে জিনিস ১৫ বছরেও করতে সক্ষম হয়নি তিনি সেটা ৬ মাসে এনে দেখিয়েছেন।

আপনাদের কি মনে হয়? ষ্টারলিংক এর ডিভাইস বাংলাদেশে আগে ছিলো না? আমি তো সেদিন আমার এলাকার ব্রিজের টোল প্লাজায় দেখলাম ষ্টারলিংক এর ইন্টারনেট ইউজ করতেছে। শুধু এখানেই নয়, আন্দোলনের সময় ড্রোন ফুটেজে দেখা গেছে নির্বাচন ভবনের ওপর প্রায় ৩০ টার মতো ষ্টারলিংক এর ডিভাইস। আসলে ষ্টারলিংক বাংলাদেশে সরকার থেকে অনেক আগেই ইউজ হচ্ছে। দেশে অফিশিয়াল ভাবে শুধু ষ্টারলিংক আসেনি। এই যা তফাৎ।

কয়েকদিন আগেই ইউটিউবে দেখলাম একজন মালদীপ এর প্যাকেজ ইউজ করে সেটা তার বাসায় সে ইউজ করতেছে। এরকম অনেকেই বাংলাদেশে ব্যাবহার করছে যেগুলো আমরা আসলে জানি না। আপনি চাইলেই যে কোনো দেশে ষ্টারলিংক কিনে সেটা দেশে এনে ব্যাবহার করতে পারেন। এবং বিল দিবেন সেই দেশের মতো। ইতালিতে বিল কম হলে সেখান থেকে কিনে প্যাকেজ একটিভ করে রোমিং চালু করে নিয়ে আসেন দেশে। সমস্যা নাই তো।