যে দেশে সবচেয়ে কম খরচে স্টারর্লিং চালাচ্ছে সেই দেশ থেকে নিজেদের লোক থাকে তাহলে সে লোকের মাধ্যমে অবশ্যই এই দেশে এনে আমরা কোন খরচে ব্যবহার করতে পারব। দারুন আইডিয়া। যেহেতু এখন পর্যন্ত ইতালিতে হয়তো সবচেয়ে কম খরচে এই নেট চালানো যাচ্ছে সেহেতু কিছুদিন অপেক্ষা করুন বিশ্বের বিভিন্ন দেশ যদি এই নেটওয়ার্ক ব্যবহার করে থাকে এবং যেখানে সবচেয়ে কম খরচে ব্যবহার করা যায় সেখান থেকে যদি আমরা লোকজন মাধ্যমে এই দেশে আনতে পারি তাহলে কি চালানো সম্ভব?
আমার তো মনে হয় সম্ভব। তবে যেহেতু আমি নিজে ব্যাবহার করিনি, তাই বলতে পারছি না। তবে আমি ইউটিউবে দেখেছি একজন মালদীপ এর জন্য তার ষ্টারলিংক ডিভাইস কিনেছে, এবং সেটা বাংলাদেশে এনে ব্যাবহার করছে, এবং সেটা ভালোই স্পিড দিচ্ছে। আমি যে ভিডিও টা দেখেছিলাম, সেটা আর খুজে পাচ্ছি না। আমার মনে নেই যে চ্যানেলের নাম কি ছিলো, কিন্তু ষ্টারলিংক বাংলাদেশ লিখে সার্চ করলে অনেকগুলো পুরাতন ভিডিও সামনে আসে এর মধ্যে একটা হলো এটা
https://www.youtube.com/watch?v=sTxKwBjrFVsদেখা যাক বাংলাদেশে অফিশিয়াল ভাবে আসার পর এখানের প্যাকেজ রেট গুলো কতো দেয়। আশা করি বাংলাদেশের জন্য রেট টা একটু কম হবে। তাহলেই কেবল এটা জনপ্রিয়তা পাবে। অন্যথায় শুধু কোম্পানি গুলোই ষ্টারলিংক ব্যাবহার করবে।