একটা জিনিস সবসময় মনে রাখবেন, এখন আর গদিতে হাসিনা নাই, আছেন ডঃ মুহাম্মদ ইউনুস। তিনি হইলেন গেইম চেন্জার। হাসিনা যে জিনিস ১৫ বছরেও করতে সক্ষম হয়নি তিনি সেটা ৬ মাসে এনে দেখিয়েছেন।
আপনাদের কি মনে হয়? ষ্টারলিংক এর ডিভাইস বাংলাদেশে আগে ছিলো না? আমি তো সেদিন আমার এলাকার ব্রিজের টোল প্লাজায় দেখলাম ষ্টারলিংক এর ইন্টারনেট ইউজ করতেছে। শুধু এখানেই নয়, আন্দোলনের সময় ড্রোন ফুটেজে দেখা গেছে নির্বাচন ভবনের ওপর প্রায় ৩০ টার মতো ষ্টারলিংক এর ডিভাইস। আসলে ষ্টারলিংক বাংলাদেশে সরকার থেকে অনেক আগেই ইউজ হচ্ছে। দেশে অফিশিয়াল ভাবে শুধু ষ্টারলিংক আসেনি। এই যা তফাৎ।
কয়েকদিন আগেই ইউটিউবে দেখলাম একজন মালদীপ এর প্যাকেজ ইউজ করে সেটা তার বাসায় সে ইউজ করতেছে। এরকম অনেকেই বাংলাদেশে ব্যাবহার করছে যেগুলো আমরা আসলে জানি না। আপনি চাইলেই যে কোনো দেশে ষ্টারলিংক কিনে সেটা দেশে এনে ব্যাবহার করতে পারেন। এবং বিল দিবেন সেই দেশের মতো। ইতালিতে বিল কম হলে সেখান থেকে কিনে প্যাকেজ একটিভ করে রোমিং চালু করে নিয়ে আসেন দেশে। সমস্যা নাই তো।
যে দেশে সবচেয়ে কম খরচে স্টারর্লিং চালাচ্ছে সেই দেশ থেকে নিজেদের লোক থাকে তাহলে সে লোকের মাধ্যমে অবশ্যই এই দেশে এনে আমরা কোন খরচে ব্যবহার করতে পারব। দারুন আইডিয়া। যেহেতু এখন পর্যন্ত ইতালিতে হয়তো সবচেয়ে কম খরচে এই নেট চালানো যাচ্ছে সেহেতু কিছুদিন অপেক্ষা করুন বিশ্বের বিভিন্ন দেশ যদি এই নেটওয়ার্ক ব্যবহার করে থাকে এবং যেখানে সবচেয়ে কম খরচে ব্যবহার করা যায় সেখান থেকে যদি আমরা লোকজন মাধ্যমে এই দেশে আনতে পারি তাহলে কি চালানো সম্ভব?