Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Ricardo11
on 13/04/2025, 19:35:50 UTC
দেখা যাক বাংলাদেশে অফিশিয়াল ভাবে আসার পর এখানের প্যাকেজ রেট গুলো কতো দেয়। আশা করি বাংলাদেশের জন্য রেট টা একটু কম হবে। তাহলেই কেবল এটা জনপ্রিয়তা পাবে। অন্যথায় শুধু কোম্পানি গুলোই ষ্টারলিংক ব্যাবহার করবে।

https://youtu.be/q5OAVij3mr0?si=o0I1R0C7PLBbphde
এই ভিডিওতে দেখলাম স্টারলিং এর সংযোগ নেওয়ার সময় যে সমস্ত এন্টিনা, রিসিভার কিনতে হবে, সব মিলিয়ে সংযোগ নেওয়ার সময় সম্ভাব্য খরচ পড়বে প্রায় ৩৫০ থেকে ৬০০ ডলার, এই জায়গায় আমি সর্বনিম্ন ৩০ হাজার টাকা ধরলাম, আর মাসিক সাবস্ক্রিপশন ফি ১২ থেকে ১৭ হাজার (সম্ভাব্য), কিন্তু এখানেও ধরলাম মাত্র ৫০০০ টাকা। কিন্তু ভাই, বাংলাদেশের মানুষ এত টাকা দিয়ে কি এই নেটওয়ার্ক চালাবে ? এদিকে ভাই আমার ৮০০ টাকার ওয়াইফাই, তাও আবার তিনজনের শেয়ারে চালাই, আর কি বলবো বলেন।
তবে যাই হোক না কেন, অন্ততপক্ষে বাংলাদেশের জন্য স্টারলিং এর খরচ যতটা সম্ভব কম হওয়া উচিত, তা না হলে স্টারলিং সাধারণ গ্রাহকের মাঝে খুব একটা গ্রহণযোগ্যতা পাবে না।