Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলা (Bengali)
by
LDL
on 14/04/2025, 05:39:53 UTC
⭐ Merited by Ricardo11 (1)
সান হিটে স্ক্রিন নষ্ট হয়ে যাবে এজন্য আমাদের দেশের কিছু বোনেরা আছে ইসলামী আন্দোলনগুলোতে যোগ দেয় না অথচ আজকে পহেলা বৈশাখে তারা সবাই নতুন সাজে প্রথম সারিতে বের হয়েছে। যাহোক পর্দা করে যে কোন উৎসব এ যাওয়া যেতে পারে সমস্যা নেই । তবে পহেলা বৈশাখ আমাদের ইসলামিক সংস্কৃতির সাথে কতটুকু যুক্তিসঙ্গত এটা আবার ভেবে দেখতে হবে। ইসলামের দৃষ্টিতে একমাত্র ঈদুল ফিতর ও ঈদুল আযহা এই দুটো দিন ছাড়া অন্য কোন দিন উৎসব করার অনুমতি আছে কিনা এটাও ভেবে দেখতে হবে। আমাদের হয়তো ইসলামের প্রাথমিক রূপে বিভিন্ন অনুষ্ঠান পালন করার রীতি ছিল কিনা এবং পরবর্তীতে ইসলাম এই সমস্ত উৎসবের অনুমতি দিয়েছে কিনা এটাও ভেবে দেখতে হবে। একটি প্রজন্ম এরকমভাবে উৎসব পালন করবে এবং এটা প্রজন্মের পর প্রজন্ম মেনে চলবে এটা হবে না। প্রজন্মদের বোঝাতে হবে কোনটি আমাদের ইসলামের জন্য জায়েজ এবং কোনটি ইসলামের জন্য জায়েজ নয়। আজকের দিনকে ঘিরে যে অশ্লীলতা ঘটবে এটা ইসলাম কখনো সমর্থন করেনি করবেও না। অবাধ মেলামেশা, নিষিদ্ধ পানীয় পান করা এগুলো ইসলামের বিপক্ষে।