Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
BlackHatSojib
on 16/04/2025, 22:54:05 UTC

সামান্য কিছু মেরিট পাওয়ার আশায়  যে যেকোনো উৎসব বা গুরুত্বপূর্ণ দিনরে নিয়ে পোস্ট করেন এটা আহামরি কোনো বিষয় না। আমি নিজেও করি করতাম। বাট করার আগে ভেবে চিন্তে একটু গবেষণা করে পোস্ট কইরেন। নিজের বিবেগ বুদ্ধি বিশ্বাস ধ্বংস কইরেন না।

দুইদিন পর পর এই বালেন ইভেন্ট ঐ বালের ইভেন্ট। আরে ভাই ক্রিপ্টের জন্যও তো অনেক গুরুত্বপূর্ণ ডেট আছে। তখন আপনাদের এসব পোস্ট কই যায়! কিছুদিন আগে সাতশির জন্মদিন ছিলো। সেটা নিয়ে তো আপনার কিছুই দেখলাম না। সেটা নিয়ে তো একটা বিস্তারিত পোস্ট করতে পারতেন! না আপনি একটা আজাইরা একটা টপিক নিয়ে আছেন যা ইসলামের ভাবমূর্তি নষ্ট করে। এসব রালির আড়ালে কুফুড়ি কাজ চলতেছে, পাবলিকলি মূর্তিপূজা হচ্ছে।

আর মানা না মানা পরের বিষয় ভাই। অনেকে জিনিসটার সিরিয়াসনেসই বোঝেই না। ট্রেন্ডের সাথে গা ভাসায়। এদিকে যে আপনারা পাপ করতেছেন সেটা বুঝতে চাননা। নর্ববর্ষ মানে টা কি? নতুন বছরকে বরণ করা! শাড়ি পান্জাবি পড়া, পান্তা ইলিশ খাওয়া, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়া ইত্যাদি। আমরা তো এতোটুকুই বুঝতাম। বাট বর্তমানে নববর্ষকে কেন্দ্র করে যেসব কাজকর্ম করা হচ্ছে, বিশেষ করে এই যে বিভিন্ন মূর্তির সোকেস করা হচ্ছে এটা নববর্ষের মধ্যে পরে না। আগে এমনটা ছিলো না।

মঙ্গল শোভাযাত্রা নামে যে এই রালি করা হয় এটা অরিজিন্যালি ছিলোনা। ছিলো মূলত আনন্দ শোভাযাত্রা।

মা*গি কি বলে দেখেন।
https://www.facebook.com/61568715494793/videos/2079294785924356/?mibextid=rS40aB7S9Ucbxw6v

পহেলা বৈশাখ বলেন আর ভালোবাসা দিবস এইসব আমার দুই চোখের বিষ। যতো আকাম কুকাম আছে সব হয় এই সময়গুলাতে। থার্টি ফার্ষ্ট নাইটের কথা না হয় না ই বললাম।
যাই হোক ভাই লিংকের মহিলাটার সাথে আপনার শুভ বিবাহ দেওয়ার চিন্তা আমার মাথায় আসলো। রাজি কিনা বলেন।😂