Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
DYING_S0UL
on 15/04/2025, 23:58:35 UTC


ভাই বৈশাখ বাংলার ঐতিহ্য তবে তাই বলে এটি ইসলামের দৃষ্টিতে উদযাপন করা পাপ। আপনারা যে ছবিগুলো এখানে পোস্ট করেছেন আমরা মুসলমান হিসেবে এই ছবিগুলো নিয়ে মাতামাতি করা উচিত না। মাত্র কয়েকটা মেরিটের জন্য সবকিছু ভুলে যা ইচ্ছা তা করা উচিত না। আপনারা যে ইমেজ গুলো এখানে পোস্ট করেছেন এগুলোর মধ্যে বিভিন্ন ধরনের মূর্তির ছবি রয়েছে এগুলো এখানে দেখতে খুবই খারাপ দেখাচ্ছে। এখানে অন্য কোন ধর্মের কেউ থাকলে দয়া করে মন খারাপ করবেন না। যেহেতু অধিকাংশই এখানে মুসলমান আর যারা পোস্ট করেছে তাদের পূর্বের পোস্ট থেকে বুঝতে পেরেছি যে তারা নিজেরাও মুসলমান তাই তাদের থেকে এগুলো আশা করা যায় না। কোন হিন্দু ভাই যদি এগুলা পোস্ট করতো তাহলে সেগুলো ঠিক ছিল কারণ আমরা কোন ধর্মের লোকের তার নিজ ধর্মের কোন কিছু নিয়ে মতামতি করলে তার জন্য তাদের বাধা দিতে পারি না।
ভাই আমি পিকচার এতটা এভাবে দেখি নাই। যাইহোক, আমি গতকাল এক আত্মীয়র বাসা থেকে বাড়িতে আসার সময় রাস্তায় দেখলাম, অনেকেই বৈশাখী কাপড় পড়ে রাস্তায় বেড়িয়েছে, অনেক ইয়াং বয়সের যুবক যুবতীরা সাথে অনেক বৃদ্ধ মহিলারা পুরুষ ছিল, এখানে সবাই কিন্তু অন্যান্য ধর্মের ছিলো না, বেশিভাগ মুসলমানরা ছিলো। যাইহোক, যারা গতকাল বৈশাখ উদযাপন করেছে তারা নিজেদের ধর্মকে সঠিকভাবে মানে না। গতকাল বাংলা মাসের ১ম দিন ছিলো তাই আমি সবাইকে শুভেচ্ছা জানিয়েছি, কাউকে নতুন বছরের শুভেচ্ছা জানানো হয়তো ভুল নয়।  ভাই যেহেতু আমার পিকচারে সামান্য একটা যায়গায় মুর্তির ছবির মতো দেখা গিয়েছিলো তবে আমি পিকচার একটু এডিট করে চেঞ্জ করে দিয়েছি। ধন্যবাদ ভাই বিষয়টি খেয়াল করার জন্য, আমি যদি আগে থেকে বুঝতে পারতাম তাহলে এই পিক দিয়ে পোস্ট করতাম না।

সামান্য কিছু মেরিট পাওয়ার আশায়  যে যেকোনো উৎসব বা গুরুত্বপূর্ণ দিনরে নিয়ে পোস্ট করেন এটা আহামরি কোনো বিষয় না। আমি নিজেও করি করতাম। বাট করার আগে ভেবে চিন্তে একটু গবেষণা করে পোস্ট কইরেন। নিজের বিবেগ বুদ্ধি বিশ্বাস ধ্বংস কইরেন না।

আর মানা না মানা পরের বিষয় ভাই। অনেকে জিনিসটার সিরিয়াসনেসই বোঝেই না। ট্রেন্ডের সাথে গা ভাসায়। এদিকে যে আপনারা পাপ করতেছেন সেটা বুঝতে চাননা। নর্ববর্ষ মানে টা কি? নতুন বছরকে বরণ করা! শাড়ি পান্জাবি পড়া, পান্তা ইলিশ খাওয়া, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়া ইত্যাদি। আমরা তো এতোটুকুই বুঝতাম। বাট বর্তমানে নববর্ষকে কেন্দ্র করে যেসব কাজকর্ম করা হচ্ছে, বিশেষ করে এই যে বিভিন্ন মূর্তির সোকেস করা হচ্ছে এটা নববর্ষের মধ্যে পরে না। আগে এমনটা ছিলো না।

মঙ্গল শোভাযাত্রা নামে যে এই রালি করা হয় এটা অরিজিন্যালি ছিলোনা। ছিলো মূলত আনন্দ শোভাযাত্রা।

মা*গি কি বলে দেখেন।
https://www.facebook.com/61568715494793/videos/2079294785924356/?mibextid=rS40aB7S9Ucbxw6v