Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Bd officer
on 17/04/2025, 04:01:17 UTC

আপনারা কে কে Paws এয়াড্রপ করছিলেন? ওরা এটা কি করলো বুঝলামই না কিছু। এই দামের লিস্টেড করার চেয়ে স্ক্যাম করলেও ভালো হইতো। এর জন্যই ওরা বাইনান্সে আসতে পারে নাই। এরকম দামে লিস্টেড হবে এটা অন্যান্য এক্সচেঞ্জার গুলোতেই সম্ভব লিস্ট করানো। বাইনান্সে এরকম দাম হলে ডিলিটেড দিকে চলে যায়। গ্রাহকদের থেকে প্রচুর পরিমাণে আর্ন করে নিয়ে গেছে কিন্তু শেষমেষ গ্রাহকরা লস খাইয়ে গেল। আবার বিশেষ করে যারা প্রি মার্কেটে কিনেছিলো তারা অনেক বড় ধরনের লস খেয়েছে। আপনাদের কি অবস্থা আপনারা কেউ প্রি মার্কেটে বাই সেল করেছিলেন?
ভাই আমি উপরে এই বিষয় নিয়ে পোস্ট করেছিলাম, paws নিয়ে অনেকেই অনেক কথা বলেছে, আমাদের এখানে এখনো কিছু লোকে এই টেলিগ্রাম মাইনিং এয়ারড্রপে জয়েন করে, তারা কেউ কেউ বলেছে paws $০.০১ করে হবে। আমি তাদের বলেছিলাম আগে লিস্টিং হোক তার পর বলো, যেটা হবার সেটাই হয়েছে, শেষে আমার কথাই সত্যি হয়েছে। সেই হামস্টার ক্যামবট মুলা ধরিয়ে দেওয়ার পর থেকে এই মাইনিং প্রজেক্ট গুলো বাদ দিয়ে দিয়েছি। এখনো যারা এই সব করে তাদের এগূলো থেকে দূরে থাকা উচিত। আমার দেখা দুটি প্রজেক্ট সেরা ছিলো, ভালো পেমেন্ট পেয়েছিলাম, not ও dogs এই দুইটা থেকে $১৫০ ডলারে মতো পেমেন্ট পাইছিলাম। যাইহোক, এখন অনেকেই hot নিয়ে বলতেছে এটাই শেষ ভরসা, দেখবেন hot একই হবে, সবই স্কাম প্রজেক্ট।