ভাই বৈশাখ বাংলার ঐতিহ্য তবে তাই বলে এটি ইসলামের দৃষ্টিতে উদযাপন করা পাপ। আপনারা যে ছবিগুলো এখানে পোস্ট করেছেন আমরা মুসলমান হিসেবে এই ছবিগুলো নিয়ে মাতামাতি করা উচিত না। মাত্র কয়েকটা মেরিটের জন্য সবকিছু ভুলে যা ইচ্ছা তা করা উচিত না। আপনারা যে ইমেজ গুলো এখানে পোস্ট করেছেন এগুলোর মধ্যে বিভিন্ন ধরনের মূর্তির ছবি রয়েছে এগুলো এখানে দেখতে খুবই খারাপ দেখাচ্ছে। এখানে অন্য কোন ধর্মের কেউ থাকলে দয়া করে মন খারাপ করবেন না। যেহেতু অধিকাংশই এখানে মুসলমান আর যারা পোস্ট করেছে তাদের পূর্বের পোস্ট থেকে বুঝতে পেরেছি যে তারা নিজেরাও মুসলমান তাই তাদের থেকে এগুলো আশা করা যায় না। কোন হিন্দু ভাই যদি এগুলা পোস্ট করতো তাহলে সেগুলো ঠিক ছিল কারণ আমরা কোন ধর্মের লোকের তার নিজ ধর্মের কোন কিছু নিয়ে মতামতি করলে তার জন্য তাদের বাধা দিতে পারি না।
কি আর বলব ভাই আমরা মুসলমান হয়েছি ঠিকই কিন্তু আমাদের ঈমান ঠিক নেই আমরা কোন কাজ করার আগে চিন্তা ভাবনা করি না। যেটা আমাদের জন্য করা ঠিক না আমরা সেটাই বেশি বেশি করি। মাঝে মাঝে চিন্তাভাবনা করি অন্যান্য ধর্মালম্বী মানুষদের অনেক রীতিনীতি আমাদের মাঝে ঢুকে গেছে এর জন্যই আমাদের এইরকম তৈরি হয়েছে। আমাদের ভিতর থেকে কেমন যেন মনে হয় ঈমানী শক্তি হারিয়ে যাচ্ছে আমরা দিন দিন নির্বোধ হয়ে যাচ্ছে। আল্লাহতালা আমাদের হেদায়েত দান করুক। যার যার ধর্ম তারা নিজেরা সুন্দরভাবে নিজেদের মধ্যে করে পালন করুক এটাই চাই কিন্তু অন্য কারো ধর্মের কোন কিছু আমাদের ধর্মের ভিতরে ঢুকে গিয়ে আমরা পথভ্রষ্ট হয়ে যাই এরকম তা যেন না হয়।

আপনারা কে কে Paws এয়াড্রপ করছিলেন? ওরা এটা কি করলো বুঝলামই না কিছু। এই দামের লিস্টেড করার চেয়ে স্ক্যাম করলেও ভালো হইতো। এর জন্যই ওরা বাইনান্সে আসতে পারে নাই। এরকম দামে লিস্টেড হবে এটা অন্যান্য এক্সচেঞ্জার গুলোতেই সম্ভব লিস্ট করানো। বাইনান্সে এরকম দাম হলে ডিলিটেড দিকে চলে যায়। গ্রাহকদের থেকে প্রচুর পরিমাণে আর্ন করে নিয়ে গেছে কিন্তু শেষমেষ গ্রাহকরা লস খাইয়ে গেল। আবার বিশেষ করে যারা প্রি মার্কেটে কিনেছিলো তারা অনেক বড় ধরনের লস খেয়েছে। আপনাদের কি অবস্থা আপনারা কেউ প্রি মার্কেটে বাই সেল করেছিলেন?