আহহা ভাই, HOT এর কথা মনে করায় দিলেন। আমি আর কোন এয়ার ড্রপ করেছিলাম না জাস্ট এই এয়ার ড্রপটা করেছিলাম এবং বলতে গেলে এখানে আনঅফিশিয়ালি ভাবে কিছু টাকা ইনভেস্টমেন্টও করেছিলাম এবং ফলাফল স্বরূপ এখন পর্যন্ত কলা পেয়ে যাচ্ছি।
এই বিষয় নিয়ে এর আগেও আমার সাথে আমাদের God Of Thunder ভাইয়ের সাথে কথা হয়েছে সে বলেছিল যে মুলা ধরায় দিতে পারে কিন্তু তার সাথে বলতে গেলে একরকম আমি বিতর্কই করেছি। এর সাপ্লাই তখন ছিল 139 মিলিয়ন আর বর্তমানে 503.67 মিলিয়ন আর অর্ধেক হলেই বিলিয়নের ঘরে চলে যাবে।
হয়তোবা সব মিলিয়ে আমার কাছে ৫০০ থেকে ৬০০ hot token রয়েছে তবে আমার মনে হয় না এখান থেকে আমি ১০০ ডলার আর্ন করতে পারবো।
যদিও এক সময় আশা দেখতাম হোয়াইট-বিট এ hot দাম অনেক থাকতো দেখে. এখনো যদি দেখেন ১৮ ডলারের উপরে রয়েছে-
https://whitebit.com/trade/HOT-PERP?tab=open-ordersআমার মনে হয় এটা শুধু তাদের পার্সোনাল মার্কেট মেকারদের দ্বারা তৈরি।

এইসব হট ফট টাইপ প্রজেক্ট করা বাদ দিয়ে দেন মিয়া! এর থেকে বেটার অফলাইনে কিছু করার ট্রাই করেন, কাজে দিবে। পার্সোনালি আগে এসবরে গুরুত্ব দিলেও বর্তমান প্রেক্ষিতে এসবে সময় শ্রম আর অর্থ নষ্ট ছাড়া কিছুই না। এমন মাইক্রো আর্নিং সোর্স (এয়ারড্রপ, বাউন্টি, টেলিগ্রাম বট, আইডিও প্রজেক্ট) থাকা ভালো। বাট অনেকরে দেখছি এগুলোতে জান প্রান দিয়ে নিজের সবকিছু ইনভেস্ট করে, যা একদমই বোকামি। এগুলোর তেমন ভবিষ্যৎ নেই।
যাইহোক God Of Thunder ভাই সম্ভবতো এসব ছেড়ে দিয়ে ভালো হয়ে গেছেন। তবে আমি ভাবতেছি আমি আবারো এয়ারড্রপ করা শুরু করবো। তবে এবার পুরো স্ট্রাটাজি চেন্জ করবো। শুধু হাতে গোনা ২-১ টা প্রজেক্ট করবো সব্বচ্চ লেভেলের যাচাই বাচাই করে।