এইসব হট ফট টাইপ প্রজেক্ট করা বাদ দিয়ে দেন মিয়া! এর থেকে বেটার অফলাইনে কিছু করার ট্রাই করেন, কাজে দিবে। পার্সোনালি আগে এসবরে গুরুত্ব দিলেও বর্তমান প্রেক্ষিতে এসবে সময় শ্রম আর অর্থ নষ্ট ছাড়া কিছুই না। এমন মাইক্রো আর্নিং সোর্স (এয়ারড্রপ, বাউন্টি, টেলিগ্রাম বট, আইডিও প্রজেক্ট) থাকা ভালো। বাট অনেকরে দেখছি এগুলোতে জান প্রান দিয়ে নিজের সবকিছু ইনভেস্ট করে, যা একদমই বোকামি। এগুলোর তেমন ভবিষ্যৎ নেই।
যাইহোক God Of Thunder ভাই সম্ভবতো এসব ছেড়ে দিয়ে ভালো হয়ে গেছেন। তবে আমি ভাবতেছি আমি আবারো এয়ারড্রপ করা শুরু করবো। তবে এবার পুরো স্ট্রাটাজি চেন্জ করবো। শুধু হাতে গোনা ২-১ টা প্রজেক্ট করবো সব্বচ্চ লেভেলের যাচাই বাচাই করে।
সে কোন কালে বাদ দিয়া দিছি আমার মনে নাই কম করে হলেও চার মাসের বেশি হয়েছে আমার ওয়ালেট গুলো চেক দেওয়া হয় নাই, আর এজন্যই আমি আমার কাছে কত এক্সাক্ট এমাউন্ট রয়েছে সেটা বলতে পারলাম না মানে ৫০০ থেকে ৬০০ এর মধ্যেই রয়েছে।
আর আমি এয়ার ড্রপগুলোর মধ্যে শুধুমাত্র এই একটা এয়ার ড্রপ করেছিলাম জাস্ট এদের ব্যতিক্রম ধর্মী এর জন্য। অন্যান্য বেশিরভাগ এয়ার ড্রপ যেসব গুলো হাইপ সৃষ্টি করেছিল সেগুলো মূলত মিম কয়েন ক্যাটাগরি ছিল আর এটি MPC wallet এর ওয়ালেট তাছাড়া Near coin এর সাথে কানেকশন যেন এটার ছিল, সঠিক মনে পড়তেছে না এখন।
আমি ভাই এয়ার ড্রপ এবং টেস্ট নেট করে সাকসেসফুল হওয়া একজন মানুষকে দেখেছি আর সেটি হলো আমাদের Review Master ভাই তাছাড়া আমি তো সবসময় আগে বলে আসছি এখন টেলিগ্রাম এয়ার ড্রপ, বাউন্টি এগুলা করা সময়ের অপচয় ছাড়া আর কিছু না।
আপনার সাজেশন যৌক্তিক অফলাইন কিছু করতে হবে কিন্তু আগে গ্রাজুয়েশন কমপ্লিট করে নেই, নইলে জগা খিচুড়ি বাইজা যাবে।