ভাই আমি উপরে এই বিষয় নিয়ে পোস্ট করেছিলাম, paws নিয়ে অনেকেই অনেক কথা বলেছে, আমাদের এখানে এখনো কিছু লোকে এই টেলিগ্রাম মাইনিং এয়ারড্রপে জয়েন করে, তারা কেউ কেউ বলেছে paws $০.০১ করে হবে। আমি তাদের বলেছিলাম আগে লিস্টিং হোক তার পর বলো, যেটা হবার সেটাই হয়েছে, শেষে আমার কথাই সত্যি হয়েছে। সেই হামস্টার ক্যামবট মুলা ধরিয়ে দেওয়ার পর থেকে এই মাইনিং প্রজেক্ট গুলো বাদ দিয়ে দিয়েছি। এখনো যারা এই সব করে তাদের এগূলো থেকে দূরে থাকা উচিত। আমার দেখা দুটি প্রজেক্ট সেরা ছিলো, ভালো পেমেন্ট পেয়েছিলাম, not ও dogs এই দুইটা থেকে $১৫০ ডলারে মতো পেমেন্ট পাইছিলাম। যাইহোক, এখন অনেকেই hot নিয়ে বলতেছে এটাই শেষ ভরসা, দেখবেন hot একই হবে, সবই স্কাম প্রজেক্ট।
হ্যাঁ সব হাইপ নষ্ট হয়ে গিয়েছে তো এর জন্য এখন আর এইসব এয়ারড্রপ থেকে ভালো কিছু আশা করা যায় না। Hot করলে অনেক টাকা ইনভেস্ট হয়েছে আমার মনে হয় সব লস যাবে। এখন করায় বাদ দিয়ে দিয়েছি ভাল্লাগেনা ক্লেইম করতে.
Hot , Blum যাই বলুন না কেন এরা যে পরিমাণ হাইপ হয়েছিল এখন তাদের হাইপটা বহুগুনে কমে গেছে। এখন জনগণ এদেরকে আর খায় না বরং এদের থেকে দূরে দূরে থাকার চেষ্টা করছে। টমেটো Toma, প্রায় তিন ডলার পরিমাণ খরচ করেছিলাম কিন্তু একটা টাকাও পাইনি, পাওস আমার অ্যাকাউন্টটি খুঁজে পেলাম না তারা নাকি কিছুদিন ইনএকটিভ থাকলে একাউন্ট বাদ দিয়ে দিয়েছে। যাহোক ভালই হয়েছে এই সমস্ত পচা প্রজেক্ট থেকে কিছুই যে পাইনি এখন সেটাই ভেবে ভালো লাগছে। ভুলুম ও হট থেকে আমরাও কুত্তার গু পাবো। Yes Coin তো স্ক্যাম প্রজেক্ট। এখন যারা টেলিগ্রাম মাইনিং করার ইচ্ছা আছে তাদের ইচ্ছা আর থাকবে না কেননা এগুলো আপনি শত বছর করলেও কোন বেনিফিট পাবেন না শুধু শ্রম আর তাদের যে মাঝেমধ্যে ট্রানজেকশন করতে বলবে ওই ট্রানজেকশন করলে উনাদেরই লাভ হবে আপনার কোন লাভ হবে না। তাই এ সমস্ত ফাঁকিবাজদের থেকে দূরে থাকাই বেটার।
তাদের যেসব কাইটেরিয়া সবকিছু পূরণ করার পরে গ্রাহকরা কিছুই পায় নাই। এমন অবস্থায় এসে লিস্টেড হয় যেটা না হলেই ভালো হতো। কি একটা অবস্থা গ্রাহকদের কাছ থেকে বিভিন্ন ধরনের ট্রানজেকশন এবং স্টার দিয়ে বিভিন্ন ইভেন্ট জয়েন করার মাধ্যমে তারা প্রচুর পরিমাণে আর্ন করে নিচ্ছে। পরিশেষে এমন পর্যায়ে এসে লিস্টেড করতাছে যেটা না করে সরাসরি স্ক্যাম করলেও মনে হয় ভালো হতো।
Hot এবং Blum আছে এখন এগুলো যে কোন ধরনের কাহিনী শুরু করবে কে জানে। অলরেডি বুলুম ইলিজেবল হওয়ার জন্য ১০ ডলারের ট্রানজেকশনের একটা রিকোয়ারমেন্ট দিয়েছে। এটাও পরিশেষে স্কামের দিকে ধাবিত হবে। হাইপের সময় শেষ হয়ে গেছে এখন আর কোন ইয়ারপ থেকেই ভালো কিছু আশা করা যায় না। টাইম বেশ করেছি সেটাও লস ধরে রেখেছে যতটুকু ওঠে সেটাই লাভ এখন।