হ্যাঁ সব হাইপ নষ্ট হয়ে গিয়েছে তো এর জন্য এখন আর এইসব এয়ারড্রপ থেকে ভালো কিছু আশা করা যায় না। Hot করলে অনেক টাকা ইনভেস্ট হয়েছে আমার মনে হয় সব লস যাবে। এখন করায় বাদ দিয়ে দিয়েছি ভাল্লাগেনা ক্লেইম করতে.
Hot এবং Blum আছে এখন এগুলো যে কোন ধরনের কাহিনী শুরু করবে কে জানে। অলরেডি বুলুম ইলিজেবল হওয়ার জন্য ১০ ডলারের ট্রানজেকশনের একটা রিকোয়ারমেন্ট দিয়েছে। এটাও পরিশেষে স্কামের দিকে ধাবিত হবে। হাইপের সময় শেষ হয়ে গেছে এখন আর কোন ইয়ারপ থেকেই ভালো কিছু আশা করা যায় না। টাইম বেশ করেছি সেটাও লস ধরে রেখেছে যতটুকু ওঠে সেটাই লাভ এখন।
এক সময় খুব মনোযোগ দিয়ে করতাম কিন্তু বর্তমানে এই সকল জিনিস এতটাই বিরক্ত লাগে যে কেউ যদি মেসেঞ্জারে এই সমস্ত লিংক দেয় তাহলে তাদের ব্লক করে দিতে মন চায়। ব্লুম বলেন হট বলেন দুটোই আমাদের মুলা ধরিয়ে দিয়ে যাবে। এখন জনগণ এরকম কিছু চায়না যে ডলার লেনদেন করে এলিজিবল হতে হবে। যারা কিছু দেবে তারা এমনিতেই দেবে এর জন্য আলাদা করে ডলার খরচ করতে হবে এটা কেমন কথা। নট কয়েন ছিল যদিও আমি অংশগ্রহণ করেছিলাম না কিন্তু যারা অংশগ্রহণ করেছিল তারা বিনা খরচে পেমেন্ট পেয়েছে। তারপর থেকে কোন প্রজেক্টই এরকম বিনা খরচে কাউকে পেমেন্ট করছে না বরং পেমেন্ট করার আগে ইলিগিবুল শর্ত দিয়ে ডলার লেনদেন করতে বাধ্য করে। আমি এরকম বেশ কিছু মাইনিং এ ডলার লেনদেন না করার জন্য নটইলিজিবুল হয়েছি। তাই এখন আর শত লোভ দেখালেও এই সমস্ত প্রজেক্ট থেকে দূরে থাকার চেষ্টা করি। তাছাড়া কায়িক পরিশ্রম হয় এইরকম কাজের সাথে জড়িয়ে পড়েছে যার কারণে আজাইরা সময় ব্যয় করে এই সমস্ত ফেইক প্রজেক্টগুলোকে কাজ করা সময় কই।