Hot এবং Blum আছে এখন এগুলো যে কোন ধরনের কাহিনী শুরু করবে কে জানে। অলরেডি বুলুম ইলিজেবল হওয়ার জন্য ১০ ডলারের ট্রানজেকশনের একটা রিকোয়ারমেন্ট দিয়েছে। এটাও পরিশেষে স্কামের দিকে ধাবিত হবে। হাইপের সময় শেষ হয়ে গেছে এখন আর কোন ইয়ারপ থেকেই ভালো কিছু আশা করা যায় না। টাইম বেশ করেছি সেটাও লস ধরে রেখেছে যতটুকু ওঠে সেটাই লাভ এখন।
আহা ভাই blum এর কথা মনে করাই দিলেন, আমার সবচেয়ে ফেভারিট প্রজেক্ট ছিলো Blum। আমি এই প্রজেক্টে প্রায় ৪০-৫০ টি রেফার করেছিলাম, যদি পয়েন্টের কথা বলা হয়, আজকে লগিন করেছিলাম, দেখি ১মিলিয়ন পয়েন্ট আর্ন করা রয়েছে। যদিও আমি এই প্রজেক্ট গুলো অনেক দিন আগে থেকেই এড়িয়ে চলি। আমি যাদের রেফার করেছিলাম, তারা আমাকে প্রায় জিজ্ঞেস করেন যে কবে টাকা পাবো, আমি তাদের বলি ভাই তোমরা আমাকে ক্ষমা করে দেও, আর এই সব প্রজেক্ট থেকে দূরে থাকো। আমি একপ্রকার তাদের কাছে দোষী হয়ে গেছি, কোন পেমেন্ট করে না। তারা দিনের পর দিন ইউজারদের সাথে স্কাম করে যাচ্ছেন।
এখন যদি আপনি বললেন এখন ১০ ডলারের ট্রানজেকশন করতে হবে। যদি কেউ এখনো বোকা থাকে, তাহলে তারাই শুধু ট্রানজেকশন করবেন। এছাড়া যারা বুঝতে পেরেছে যে এই প্রজেক্টগুলোর ইউজারদের কাছে থেকে শুধু টাকা হাতিয়ে নেওয়ার প্লান করে থাকেন, তারা কখনই এই ট্রানজেকশন করবে না। আর যদি কেউ ট্রানজেকশন করে তাহলে শেষ পর্যন্ত পুরস্কার হিসেবে শুধু মুলা পাবে।
আমার মনে হয় বর্তমানে টেলিগ্রামের যে সকল বট এয়ার ড্রপ গুলো চলছে সবগুলোই স্কাম প্রজেক্ট। রিয়াল প্রজেক্ট ওনাররা সব সময় ইনভেস্টরদের বিশ্বাস অর্জনের জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে,, কিন্তু বর্তমানে যে সকল এয়ারড্রবগুলো চলছে এখানে ইনভেস্টররা প্রজেক্ট এর প্রতি বিভিন্ন কারণে আস্থা হারিয়ে ফেলছে এর মধ্যে একটি উল্লেখযোগ্য কারণ হচ্ছে এ্য়ার ড্রপ হান্টারদের দ্বারা ট্রানজেকশনের নামে অর্থ হাতিয়ে নেওয়া।
এ সকাল এয়ার ড্রপ গুলো আমি আগে থেকেই এড়িয়ে চলি আমি এগুলোতে কখনোই অত বড় স্পেকক্টেশন নিয়ে কাজ করিনি ।