Airdrop এ এত ইনভেস্টমেন্ট করার সাহস পান কোথা থেকে। আমি তো ভাই একজনের কথায় ইনফ্লুয়েন্স হয়ে Dogs কয়েনে ১০০ ডলার ইনভেস্টমেন্ট করে ১৮ ডলার হয়ে যাওয়ার ফলে এখনো দিনে ১৪ বার আফসোস করি।
ওই ধরেন আপনার মতোই, আরেকজনের কথায় ইনফ্লুয়েন্স হয়েই ইনভেষ্ট করেছি। পাকিস্তানের এক ইউটিউবার আছে, নাম হচ্ছে মুকাদ্দাস। এই ব্যাটা যে কি পরিমান হাইপ ক্রিয়েট করছে, বলার বাইরে। এক প্রকার ওর কথার ওপর ডিপেন্ড করেই আমি হাজার খানেক ডলার ইনভেষ্ট করে বসে ছিলাম। সবই এখন মুলা হয়ে বসে আছে। কষ্টে এখন আর ব্যালেন্স ও চেক করি না। কয়েকদিন পর পর আবার অনেকে মেসেড দেয় এয়ারড্রপ করবো কি না। মন মেজাজ যে কি খারাপ হয়, বলার মতো না।
আমার পোর্টফোলিও তে যদি বিটকয়েন না থাকতো, তাহলে আমি ৯৫% ডাউনে বসে থাকতাম। শুধুমাত্র অল্টকয়েনে আমি ৯০% ডাউন। আর বিটকয়েনের কারনে এখনো সোজা হয়ে দাড়িয়ে আছি। কিছুটা ষ্ট্যাবল করে ফেলছিলাম। সেজন্য নিজেকে লাকি মনে করি।
এটা শুনে খুবই দুঃখ হচ্ছে কারণ, আমার মনে হয় ৯০% পতন মানে একজন ব্যক্তির আর কিছুই অবশিষ্ট থাকে না। কিন্তু আপনার একটি শক্তি এখনও আপনার সাথে রয়েছে।
আমি Buy the DIP and HODL থেকে বিটকয়েন বিনিয়োগ সম্পর্কে অনেক কিছু পড়েছি। কিন্তু এখনও কিছু লেখার সাহস পাইনি। আমার জ্ঞান বৃদ্ধি করা দরকার বলে আমি মনে করি।
কিন্তু আমি altcoins সম্পর্কে কিছুই জানি না। আমি altcoins সহজে বোঝার চেষ্টা করছি। Altcoin Discussion পরিভাষা আমার কাছে খুবই জটিল মনে হচ্ছে। এখন আমি কী করতে পারি।