Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Nothingtodo
on 22/04/2025, 12:26:31 UTC
Airdrop এ এত ইনভেস্টমেন্ট করার সাহস পান কোথা থেকে। আমি তো ভাই একজনের কথায় ইনফ্লুয়েন্স হয়ে Dogs কয়েনে ১০০ ডলার ইনভেস্টমেন্ট করে ১৮ ডলার হয়ে যাওয়ার ফলে এখনো দিনে ১৪ বার আফসোস করি।
ওই ধরেন আপনার মতোই, আরেকজনের কথায় ইনফ্লুয়েন্স হয়েই ইনভেষ্ট করেছি। পাকিস্তানের এক ইউটিউবার আছে, নাম হচ্ছে মুকাদ্দাস। এই ব্যাটা যে কি পরিমান হাইপ ক্রিয়েট করছে, বলার বাইরে। এক প্রকার ওর কথার ওপর ডিপেন্ড করেই আমি হাজার খানেক ডলার ইনভেষ্ট করে বসে ছিলাম। সবই এখন মুলা হয়ে বসে আছে। কষ্টে এখন আর ব্যালেন্স ও চেক করি না। কয়েকদিন পর পর আবার অনেকে মেসেড দেয় এয়ারড্রপ করবো কি না। মন মেজাজ যে কি খারাপ হয়, বলার মতো না।

আমার পোর্টফোলিও তে যদি বিটকয়েন না থাকতো, তাহলে আমি ৯৫% ডাউনে বসে থাকতাম। শুধুমাত্র অল্টকয়েনে আমি ৯০% ডাউন। আর বিটকয়েনের কারনে এখনো সোজা হয়ে দাড়িয়ে আছি। কিছুটা ষ্ট্যাবল করে ফেলছিলাম। সেজন্য নিজেকে লাকি মনে করি।
নিজে নিজে বিনিয়োগ করে ঠকা ভালো বিশেষ করে অন্যের কথায় যদি বিনিয়োগ করে লস খাওয়া যায় সে ক্ষেত্রে মনকে সান্ত্বনা দেওয়া যায় না। মনে হয় অন্যের কথা আমার এই লোকসানটা হলো কিন্তু নিজে নিজে বিনিয়োগ করে লোকসান খেলে কোন সমস্যা নেই তখন নিজের কপালের দোষ দিয়ে আপাতত নিজেকে সান্তনা দেওয়া যায়।