এমনকি আমরা এখনো একটি বোর্ড তৈরিতেও ব্যার্থ। আমাদের রয়েছে @Little Mouse এবং @AB de Royse777 এর মতো স্বনামধন্য কেম্পেইন ম্যানেজার
AB de Royse777 বাংলাদেশের এই তথ্য আপনাকে কে দিয়েছে। এর ভিত্তিই বা কি?
নাকি এই থিওরি দাড় করানোর জন্য আপনাকে কেউ হায়ার করছে? গোপনে পেমেন্ট নিয়ে একটা থিওরি দাড় করানোর চেষ্টা করছেন নাকি? এমনিতেই ফোরামে তো বাংলাদেশি ইউজারদের পেছনে কুত্তা লেগে আছে, সেই কুত্তা গুলো কাউকে নেগেটিভ ট্যাগ দেয়ার জন্য সব সময় সুযোগ খুজতে থাকে। বাংলাদেশি ফোরাম ইউজারদের যারা ডিফেন্ড করে, বা যারা ক্যাম্পেইনে হায়ার করে, তাদেরকেও তারা বিভিন্ন যায়গায় অপমান করে। আপনার পোষ্ট এর মূল উদ্দেশ্য আসলে কি সেটা প্রকাশ করেন। Royse777 বাংলাদেশি, এই থিওরি দাড় করানোর জন্য কতো ডলার পেমেন্ট নিছেন? আর এটার ভিত্তি আসলে কি? আমি জানতে খুবই আগ্রহী।