AB de Royse777 বাংলাদেশের এই তথ্য আপনাকে কে দিয়েছে। এর ভিত্তিই বা কি?
নাকি এই থিওরি দাড় করানোর জন্য আপনাকে কেউ হায়ার করছে? গোপনে পেমেন্ট নিয়ে একটা থিওরি দাড় করানোর চেষ্টা করছেন নাকি? এমনিতেই ফোরামে তো বাংলাদেশি ইউজারদের পেছনে কুত্তা লেগে আছে, সেই কুত্তা গুলো কাউকে নেগেটিভ ট্যাগ দেয়ার জন্য সব সময় সুযোগ খুজতে থাকে। বাংলাদেশি ফোরাম ইউজারদের যারা ডিফেন্ড করে, বা যারা ক্যাম্পেইনে হায়ার করে, তাদেরকেও তারা বিভিন্ন যায়গায় অপমান করে। আপনার পোষ্ট এর মূল উদ্দেশ্য আসলে কি সেটা প্রকাশ করেন। Royse777 বাংলাদেশি, এই থিওরি দাড় করানোর জন্য কতো ডলার পেমেন্ট নিছেন? আর এটার ভিত্তি আসলে কি? আমি জানতে খুবই আগ্রহী।
আমি খুবই দুঃখিত এমন একটি ভুল করার জন্য। @AB de Royse777এর বিষয়টিতে আমি ভুল ছিলাম এবং এক্ষেত্রে আমি এই বাক্যটিকে তুলে নিচ্ছি। ভাই , হয়তো আমার এই বিষয়ে ভুল ধারণা ছিল এবং আপনি সেই ভুলটি ধরিয়ে দিয়েছেন। আপনার এই মন্তব্যের পর আমি তার প্রফাইলটি ভালোভাবে পর্যালোচনা করে দেখি আমি অবশ্যই ভুল ছিলাম। আমি কেন তাকে বাঙালি প্রমান করতে যাবো এবং কেনই বা কেউ আমাকে এটি প্রমান করার জন্য হায়ার করবে। বাঙালি হওয়া কি এই ফোরামে ভুল কিছু ? আমি মানছি আমি ভুলে ভিত্তিহীন একটি কথা বলেছি এবং এটি ছিল আমার ভুল। কিন্তু আমার উপর কেনো মিথ্যা অপবাদ দেওয়ার চেষ্টা করছেন ? আমি জানি না অতীতে এই বিষয় নিয়ে কোনো জ্বলগোলা হয়েছে কি না ? যদি হয়ে থাকে তাহলে আমি স্পষ্ট করতে চাই যে এটি শুধুই আমার ভুল ছিলো , আর কিছু নয়।