Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
DYING_S0UL
on 23/04/2025, 14:18:06 UTC
কোট 

ভূল ছিলো?
এমন ভূল করতে যাবেন না, যেই ভূলের জন্য অন্য কারো রেপুটেশন হ্যাম্পার হয়। ফোরামের একজন ইউজার হচ্ছে জলিগুড, সে AB de Royse777 কে এর আগে কোথাও একবার বাংলাদেশি বলে একিউজ করেছে। সে পোস্টে বলেছে যে রয়সে আগে রাশিয়ান ছিলো, পরে বাংলাদেশি কেউ তার একাউন্ট কিনে নিয়েছে। আর এর এক্মাত্র কারণ সম্ভবত AB de Royse777 বাংলাদেশি ফোরাম মেম্বারদেরকে তার ক্যাম্পেইনে যায়গা দিয়েছে। এ ছাড়া আমি আর কোনো কারণ দেখছি না।

আর আপনি না যেনে না বুঝে একটা পোষ্ট করে দিলেন, এখন যদি জলিগুড বলে যে বাংলাদেশি ইউজার রা বলছে সে বাংলাদেশি, তখন আপনি কি বলবেন? আমার তো মনে হচ্ছে আপনাকে কেউ হায়ার করেছে AB de Royse777 এর রেপুটেশন নষ্ট করার জন্য। আবার বলতেছেন আমি আপনাকে মিথ্যা অপবাদ দিচ্ছি।

আর আপনি জিজ্ঞেস করলেন যে বাংগালী হওয়া ভুল কিছু নাকি, আমি বলবো এই দেশে জন্ম নেয়াই ভূল। সব যায়গায় আমাদের রেপুটেশন খারাপ। ১০ জনকে জিজ্ঞেস করে দেখেন।

জিনিসটা আমার কাছে টোটালি হাস্যকর মনে হইছে। তিনি মনে হয় অনেক মেরিটের আশায় এত কষ্ট করে এতো বড় পোস্ট করছেন নয়তো ডলারের জোরে। সবথেকে মজার বিষয় হলো তিনি ১০ পাতার ইয়াবড়ো পোস্ট লিখতে পারছেন বাট কে কোন দেশের ইউজার, সেই তথ্যটা আগে থেকে জেনে নিতে পারেন নাই, লল।

@OP, মিয়া আপনি জীবনে রয়েস রে লোকালে পোস্ট করতে দেখছেন? শুধুমাত্র লিটিল মাউস ভাই মাঝেসাঝে দুই একজনের পোস্টে রিপ্লাই দেয়। আর সাসান ভাই রাফেল আপডেট দেয়।

এইসব দালালি বাদ দেন। দুইদিন হয় নাই আপনি লোকালে পোস্ট করা শুরু করছেন, এরই মধ্যে কে ভালো ইউজার, কে ম্যানেজার উমুক তুমুক বুঝে গেছেন? এগুলো আমার বিশ্বাস হয়না। অনেকেই আছে নিউবি না বাট নিউবি হওয়ার ভান করে।