Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Mahiyammahi
on 23/04/2025, 16:29:30 UTC
 
গবেষণা করে আমি দেখতে পাই , আমাদের পিছিয়ে থাকার পিছনে কিছু কারণ রয়েছে যার মধ্যে অন্যতম আমাদের কোনো মেরিট সোর্স নেই।
ধন্যবাদ আপনার গবেষনার জন্য। কিন্তু আসলেই কি মেরিট সোর্স খুবই দরকার? আমি তো এরকম কোনো ভালো পোস্ট দেখছি না,যেগুলা মেরিট ছাড়া।  ইভেন আমাদের বাংলা টপিক/থ্রেয়াদ এর মোডারেটর Xal0lex স্যার মেরিট দিয়ে থাকে আপনি ইভিনন্দন বা শুভেচ্ছা জানালেই।
Quote
যেকারণে আমাদের লোকালে খুব বেশি পোস্ট হয় না, যাও হয় তাও বিটকয়েন সম্পর্কিত নয়।
আপনার রান্না করা খাবার যদি খাওয়ার লোক ই না থাকে তাহলে শুধু শুধু উপকরন গুলো নষ্ট হবে না? আগে তো আমাদের ডিমান্ড টা ক্রিয়েট করতে হবে, তারপর না হয় রান্না টা চড়ালেন।আশা করি বুঝতে পেরেছেন। আমাদের লোকাল থ্রেড এ একটু হাত এ গুনে ১০জন বের করে দেখান তো যারা রেগুলার পোস্ট করছে।

Quote
 আমরা আমাদের লোকালে খুব কমই বিটকয়েন এর বিষয় নিয়ে আলোচনা করি।  যেকারণে লোকাল পোস্টার খুবই কম এবং তারা লোকালে খুব বেশি প্রবেশ করে না।  যদি আমরা লোকালে অফ টপিক আলোচনা কমিয়ে বিটকয়েন বিষয় কিছু টপিক তৈরী করতে পারি এবং সেগুলো নিয়ে সবাই আলোচনা করি তাহলে নতুন সদস্য সেই আলোচনা থেকে অনেক কিছুই শিখতে পারবে এবং লোকালে বার বার প্রবেশ করবে।
এটা আপনি খুব ই ঠিক কথা বলেছেন,  আমাদের লোকাল এ বিটকয়েন সম্পর্কিত এবং টেকনিক্যাল বিষয় গুলো নিয়ে আলোচনা খুব ই কম হয়। আপনার সাথে আমি একমত।আমরা যেহেতু ফোরাম এ সময় দেই ই,  সারাদিনে অন্তত একটা গঠন মূলক টপিক নিয়ে আলোচনা করাই যায়।
Quote
আমরা হয়তো বলতে পারি বিটকয়েন বিষয়ে গ্লোবাল এ অনেক টপিক রয়েছে যেখান থেকে নতুন সদস্য অনেক কিছুই শিখতে পারে।  কিন্তু ভাই , আমরা বাঙালি জাতি ইংলিশে খুবই কাঁচা, যেকারণে একজন নতুন সদস্যের জন্য সেই টপিকগুলো বুঝা এবং গ্লোবাল ইংরেজি পোস্ট থেকে শেখা খুবই কঠিন।  যদি সেই আলোচনাগুলি আমরা আমাদের ভাষায় এখানে আলোচনা করি তাহলে অবশ্যই নতুন সদস্যরা খুব সহজেই তা বুঝতে পারবে এবং সেগুলো থেকে জ্ঞান অর্জন করতে পারবে।  
এটা একদম ঠিক বলেছেন। আপনি যদি টেলিগ্রাম এর কিছু ভালো চ্যানেল গুলো খেয়াল করে থাকেন তাহলে দেখবেন সেখানে অনেক ভালো ভালো ইনফরমেশন শেয়ার করে অনেকে। কিন্তু সেটা একটা কমিনিউটি ভিত্তিক হওয়ায়, নিজের কমিউনিটি হওয়ায় অনেক এ এফোর্ড দিয়ে ইনফরমেশন গুলো শেয়ার করে কারন সেখানে একটা রেভিনিউ জেনারেট হয়। যেখানে বিটকয়েন টক ফোরাম এ কোনো রেভেনিউ জেনারেট হয় না। তাই স্ব ইচ্ছায় কেও সময় ব্যায় করতেই চায় না। ++ একজন নতুন বা নিউবি ইউজার তার সময় এখানে ব্যয় করতে চায় না কারন সে এখান থেকে কোনো লাভ করতে পারে না আর্থিক দিক দিয়ে। যেই কারনে টেলিগ্রাম,  টুইটার কমিউনিটি থেকে ফোরাম টা ভিন্ন।

সিগনেচার ক্যাম্পেইন এর বিষয় টা আলাদা,  এটার জন্য একটা ইউজার কে ফোরাম এ সময় দিয়ে তার রেপুটেশন বিল্ড করতে হবে তাহলেই সে পারবে এখান থেকে রেভিনিউ জেনারেট করতে। যেটা খুব সহজ বিষয় না আর একদম নতুন কনসেপ্ট মানে নতুন ইউজার কে আপনি এটা বুঝাতেও পারবেন না সহজে।
Quote
এভাবে হয়তো আমরা আমাদের লোকালে কার্যকলাপ বাড়াতে পারি এবং ভালো পোস্টার তৈরী করতে পারি।  যাতে আমরা পরবর্তীতে একটি লোকাল বোর্ডের জন্য আবেদন করতে পারবো।  আর ভাই আমাদের লোকাল পোস্টাররা যদি লোকালে ভালো কোনো পোস্ট তৈরী করে তাহলে অবশ্যই আপনি নিজেকে একজন মেরিট সোর্স ভাবুন এবং সেই পোস্টারকে উৎসাহ জোগাতে ভালো পোস্ট এর পুরস্কার দিতে কৃপণতা করবেন না। আমাদের সর্বপ্রথম উদ্দেশ্য থাকবে আমাদের লোকালে কিভাবে কার্যকলাপ বাড়ানো যায়।  আমার লক্ষ্য হচ্ছে আমাদের লোকালকে এগিয়ে নিয়ে যাওয়া এবং একটি লোকাল বোর্ড তৈরী করা।  যতদিন আমি এটি করতে সক্ষম না হই  ততদিন আমি চেষ্টা চালিয়ে যাবো।  এক্ষেত্রে আমি সকলকেই একই মনোভাব নিয়ে কাজ করার জন্য অনুরোধ করবো। এটি আমাদের সকলেরই দায়িত্ব এবং আমাদের সকলেরই একই লক্ষ হওয়া উচিত। এমনকি আমাদের সকলেরই একই উদ্দেশ্যে কাজ করা উচিত। তাহলেই আমরা সফল হতে পারবো।  
একমত আপনার সাথে,  যদি আমরা পর্যাপ্ত পরিমান এক্টিভিটি দেখাতে  পারি অবশ্যই আমাদের একটা লোকাল বোর্ড থাকবে। কিন্তু ১০জন এর জন্য এই কাজ টি হবে না।

আপনাকে একটা মজার বিষয় বলি, আমি ২০২১ থেকে ফোরাম এ আছি, শুরুর দিকে বাউন্টি ক্যাম্নেইন গুলায় জয়েন করতাম। যদিও কোনো বাউন্টি ক্যাম্পেইন থেকে পেমেন্ট নিতে পারি নাই। কারন আমি এত অলস + এই বাউন্টি ক্যাম্পেইন গুলা আমাকে টানে না সেরকম।  কেমন জানি স্প্যাম করা লাগে নিজের কাছে।

তোহ মজার বিষয় টা হলো, বিটকয়েন এর যে এই ফোরাম টা আছে, আমি যখন আমার ফ্রেন্ড,  বড় ভাই, মামা তাদের কাছে জিজ্ঞেস করেছিলাম তারা এই ফোরাম সম্পর্কে জানাতে পর্যন্ত অস্বিকার করে দিয়েছিলো,  না জানি আবার ভাইরাল হয়ে তাদের কাজের ভিতরে ভাগ বসিয়ে দেই।

শুরুর দিকে বাউন্টি স্প্যাম করতাম, তারপর দেখলাম শুধু শুধু এগুলায় স্প্যাম করে নিজের রেপুটেশন নষ্ট না করে এখানে যখন দেখলাম জ্ঞান অর্জন করার মত পোস্ট ও আছে তখন তাই শুরু করলাম।

খেয়াল করলে দেখবেন আমিও খুব একটা এক্টিব ইউজার না। দেখা যায় কোনো এক সিজন এ একটু এক্টিভ আবার ইন্যাক্টিভ হয়ে বসে আছি আমি। এক্সাম,  ক্যারিয়ার ফোকাস এসব এর জন্য মাঝে মধ্যেই অফলাইন হয়ে যাই। ২০২২ সাল টা আমি ক্রিপ্টো থেকে পুরোপুরি দূরে ছিলাম। 


ওহ হ্যা শেষ কথা এটাই বলব যে লোকাল বোর্ড + মেরিট সোর্স আগে হয়ে গেলে দেখবেন একেক জনের ৪/৫ টা করে মাল্টি একাউন্ট জেগে উঠেছে,  মেরিট ফার্ম এর জন্য। আমি মনে করি লোকাল বোর্ড থেকে যারা মেরিট আর্ন করে তাদের থেকে গ্লোবাল বোর্ড গুলা থেকে যারা মেরিট পায় তারাই প্রকৃতপক্ষে মেরিট এর যোগ্য। কারন কম্পিটিশন বেশি, আপনি কন্ট্রিবিউট না করলে মেরিট অবশ্যই পাবেন না।