গবেষণা করে আমি দেখতে পাই
আপনি তো গবেষনা করে রোষ্টেড হয়ে গেছেন। তাইলে এরকম গবেষনার দরকার কি ছিলো? এতো গবেষনা করলেন, এটা চেক করলেন না যে এতো বড় রেপুটেড একজন ম্যানেজার কোন দেশী? আন্দাজে তাকে বাংলাদেশী বানাই দিলেন। ফোরামে এমনেই ড্রামার কোনো অভাব নাই, আপনি আবার আন্দাজে নতুন এক ড্রামা নিয়ে হাজির হইলেন। যদি এটা ইচ্ছাকৃত না হয়, তাহলে তো সেটা শিটপোষ্টিং। আর ইচ্ছাকৃত হলে আপনাকে কে এই তথ্য দিলো, সেটা আমার জানার ইচ্ছে।
আচ্চা, আপনারা কি মার্কেট খেয়াল করেছেন? আমরা অনেক দিন যাবৎ ৮২ হাজার থেকে ৮৬ হাজারের ভেতরে ছিলাম। তারপর হুট করে ৮৮ হাজারে গিয়ে, কালকে সম্ভবত ৯৫ হাজার ব্রেক করেছিলো। এখনো ৯৩ এর আশে পাশে আছে। কি মনে হচ্ছে? মার্কেট কি পুশ করবে? নাকি আবার ডাম্প মারবে?