আচ্চা, আপনারা কি মার্কেট খেয়াল করেছেন? আমরা অনেক দিন যাবৎ ৮২ হাজার থেকে ৮৬ হাজারের ভেতরে ছিলাম। তারপর হুট করে ৮৮ হাজারে গিয়ে, কালকে সম্ভবত ৯৫ হাজার ব্রেক করেছিলো। এখনো ৯৩ এর আশে পাশে আছে। কি মনে হচ্ছে? মার্কেট কি পুশ করবে? নাকি আবার ডাম্প মারবে?
মনে তো হইতাছে মার্কেট পুশ করবে, বাজার গত ৩ দিনের মধ্যেই প্রায় $১০K পাম্প করছে, মানে $৮৪K থেকে $৯৪K+ হইছে, কিন্তু এখন আবার $৯২.৫K তে আছে। বিভিন্ন নিউস এ দেখলাম "বিগ পাম্প কামিং", আবার কিছু নিউস এ দেখলাম বাজার আবারো ক্র্যাশও হতে পারে, দেখা যাক কি হয়, যদি কোনো রকম আবারো পাম্প হয়, তাহলে পরের ধাক্কায় $১০০K ছাড়াইয়া যাইবো মনে হয়, আর ডাম্প হইলে তো কোনো কথাই নাই, দেখা যাক ভাই কি হয়. আমার আপাতত বিক্রির কোনো চিন্তা নেই.