আমার তো মনে হয় না ভাই তাকে কেউ হায়ার করেছে AB de Royse777 রেপুটেশন নষ্ট করার জন্য আমি এখানে দুইটি বিষয়কে অগ্রাধিকার দিব একটা হইল।
"অল্প বিদ্যা ভয়ংকরী",,,, যেমন ধরুন আমি AB de Royse777 চেয়ে অনেক পাকিস্তানি এবং নাইজেরিয়ান সহ আরো কয়েকটি দেশের ইউজারদের তার ক্যাম্পেইনে এপ্রোপ করতে দেখেছি তাহলে তো ভাই আমাকে এটাও বলতে হবে সে একই সাথে বাংলাদেশী নাইজেরিয়ান এবং সেই সাথে পাকিস্তানি সাথে ইন্ডিয়ান যোগ করে দিলে মন্দ হয় না ওহো রাশিয়ান আবার বাদ দিয়ে ফেললাম লোল

ভাই, ফোরামে অনেক পলিটিক্স চলে। আপনার কোনো ধারনাও নেই বাংলাদেশী ইউজার গুলো আপনার কি ক্ষতি করতে পারে। ফোরামে বাংলাদেশীদের সবচাইতে বেশি ক্ষতি করেছে বাংলাদেশীরাই। আপনাকে কোনদিক দিয়ে ঠুস করে মেরে দিবে, টের ও পাবেন না। আর এদিকে যারা বাংলাদেশী না, তাকেও হুট করে বাংলাদেশী বলে ফেলার পেছনে অন্য কারো হাত থাকতে পারে। বিশেষ করে রয়সের প্রচুর পরিমান শত্রু আছে ফোরামে। তারা যে কোনো উপায়ে রয়সের রেপুটেশন ড্যামেজ করতে চায়। তারা যদি আমাদের দেশের কাউকে আসলেই হায়ার করে, আমাদের অবাক হওয়ার কিছুই থাকবে না। তবে এই ক্ষেত্রে আমি জানি না সে এটা কেনো পোষ্ট করছে, আমার সন্দেহ হলো তাই জানতে চাইছি।