Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
God Of Thunder
on 25/04/2025, 10:46:29 UTC
ট্রাপ ট্রাপ ট্রাপ!!!
আমার মনে হচ্ছে বড়সড় কোনো ডাম্প খাবে। এমন কোনো রিজন ছাড়া পাম্প করা আবার সেটা স্টবল হয়ে থাকা আমার কাছে সুবিধার মনে হচ্ছে না।

অনেকে মনে মার্কেট সেন্টিমেন্ট নাকি বুলরানের ইঙ্গিত দিচ্ছে। আমার কাছেও কেনো জানি মনে হচ্ছে মার্কেট হয়তো সামনে পাম্প করবে। যদিও এটা অনেক গুলো ফ্যাক্টরের ওপর ডিপেন্ড করে। ট্রাম্প যে রকমের খারাপ, ও কয়দিন পর পর ক্যাচাল লাগায়। যদি আবার কোনো ক্যাচাল না লাগায়, তাহলে বিটকয়েন মার্কেট সামনে আগানো উচিৎ বলেই মনে হচ্ছে। হাল্ভিং এর পর লম্বা একটা সময় চলে গেছে। বিটকয়েন আমার মনে ঠিকই পারফর্ম করেছে, কিন্তু অল্টকয়েন পারফর্ম করেনি।

এখন অনেকের মতে সামারের শেষের দিকে আমরা পুরো বুল রান দেখতে পারি। এটা নাকি একুমুলেশন পিরিয়ড চলছে। সেই হিসাবে আমিও মনে একটু আশা বেধে বসে আছি আপাতত। যদি আসলেই বুল রান আসে, তাহলে আমার আফসোস থাকবে। কারণ আমি হয়তো বিটকয়েন সেল করে ফেলবো বাসায় কাজ করার জন্য।