Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
DYING_S0UL
on 25/04/2025, 02:47:08 UTC
আচ্চা, আপনারা কি মার্কেট খেয়াল করেছেন? আমরা অনেক দিন যাবৎ ৮২ হাজার থেকে ৮৬ হাজারের ভেতরে ছিলাম। তারপর হুট করে ৮৮ হাজারে গিয়ে, কালকে সম্ভবত ৯৫ হাজার ব্রেক করেছিলো। এখনো ৯৩ এর আশে পাশে আছে। কি মনে হচ্ছে? মার্কেট কি পুশ করবে? নাকি আবার ডাম্প মারবে?

ট্রাপ ট্রাপ ট্রাপ!!!
আমার মনে হচ্ছে বড়সড় কোনো ডাম্প খাবে। এমন কোনো রিজন ছাড়া পাম্প করা আবার সেটা স্টবল হয়ে থাকা আমার কাছে সুবিধার মনে হচ্ছে না।

আমার তো মনে হয় না ভাই তাকে কেউ হায়ার করেছে AB de Royse777 রেপুটেশন নষ্ট করার জন্য আমি এখানে দুইটি বিষয়কে অগ্রাধিকার দিব একটা হইল।
"অল্প বিদ্যা ভয়ংকরী",,,, যেমন ধরুন আমি AB de Royse777 চেয়ে অনেক পাকিস্তানি এবং নাইজেরিয়ান সহ আরো কয়েকটি দেশের ইউজারদের তার ক্যাম্পেইনে এপ্রোপ করতে দেখেছি তাহলে তো ভাই আমাকে এটাও বলতে হবে সে একই সাথে বাংলাদেশী নাইজেরিয়ান এবং সেই সাথে পাকিস্তানি সাথে ইন্ডিয়ান যোগ করে দিলে মন্দ হয় না ওহো রাশিয়ান আবার বাদ দিয়ে ফেললাম লোল  Tongue
ভাই, ফোরামে অনেক পলিটিক্স চলে। আপনার কোনো ধারনাও নেই বাংলাদেশী ইউজার গুলো আপনার কি ক্ষতি করতে পারে। ফোরামে বাংলাদেশীদের সবচাইতে বেশি ক্ষতি করেছে বাংলাদেশীরাই। আপনাকে কোনদিক দিয়ে ঠুস করে মেরে দিবে, টের ও পাবেন না। আর এদিকে যারা বাংলাদেশী না, তাকেও হুট করে বাংলাদেশী বলে ফেলার পেছনে অন্য কারো হাত থাকতে পারে। বিশেষ করে রয়সের প্রচুর পরিমান শত্রু আছে ফোরামে। তারা যে কোনো উপায়ে রয়সের রেপুটেশন ড্যামেজ করতে চায়। তারা যদি আমাদের দেশের কাউকে আসলেই হায়ার করে, আমাদের অবাক হওয়ার কিছুই থাকবে না। তবে এই ক্ষেত্রে আমি জানি না সে এটা কেনো পোষ্ট করছে, আমার সন্দেহ হলো তাই জানতে চাইছি।

পার্সোনালি আমি বিষয়টা পজিটিভ চোঁখে দেখতে পারতেছিনা দুঃখিত! আমি আমার পূর্বের কথা আবার রিপিট করলাম, অনেকে আছে নিউবি না বাট নিউবি হওয়ার ভান করে। আমাদের লোকাল মেম্বার নিয়ে মাঝে মাঝেই রেপুটেশন বোর্ডে মারামারি হয়, ছোট থেকে ছোট বিষয় নিয়ে ইস্যু ক্রিয়েট করে, আর এর মধ্যে নাম নাই ঠিকানা নাই ঠাস করে একটা স্টেটমেন্ট মেরে দিলো, যে বাংলাদেশি ম্যানেজার রয়েস হ্যানত্যান!

CL, হায়ার না করার বিষয়ে যা বল্লেন সেটাই আসি, আপনি একটা লজিক্যাল পয়েন্ট দেখান যার ভিত্তিতে আমি আপনি বা যেকোনো নিউবি বলতে পারে রয়েস লোকাল মেম্বার! অবশ্যই দেখাতে পারবেন না। তাহলে কিসের উপর ভিত্তি করে তিনি এগুলো বললেন? কেউ বলতে বলছে এজন্য? আমি যা জানি না তা বলতে যাবো কেনো! আর যদি যেনে থাকি তাহলে অবশ্যই কারো কাছ থেকে তথ্যটা পেয়েছি। বাট এখানে কোনো সোর্সই নাই।

শিশির ভাইয়ের সাথে আমি একমত। ফোরামে অনেক পলিটিক্স চলে। ইন্টারন্যালি অনেক কিছু ঘটে যা সম্পর্কে আপনার আমার মতো মেম্বাররা অবগত না।