Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Crypto Library
on 26/04/2025, 16:31:47 UTC
এক সময় লোকাল মেম্বারদের প্রচুর মেরিট দিতাম। কিন্তু দিন দিন বৃদ্ধি পাওয়া এবিউস, মারামারি হান্দাহান্দি, ফোরাম ড্রামা দেখে দেয়া কমায় দিছি, এখন শুধুমাত্র টপ নচ পোস্ট ছাড়া দেইনা। এমন না যে আমার কাছে নেই তাই দেইনা, সবসময় মিনিমাম ১৫-২০ টা থাকেই আমার কাছে। কিন্তু ইচ্ছা করেই দিচ্ছি না। ঐ যে দিলে কাহিনি করে, ফিঙ্গার পয়েন্টিং শুরু হয়।
এটা শুধু খালি আপনি না আপনি যদি  একটু আমার রিপোর্ট করা পোস্টগুলো চেক করেন এবং  ২০২৩ সালের অ্যাক্টিভিটি দেখেন তাহলে অবাক হয়ে যাবেন সে বছর আমাদের এই বাংলা বোর্ডে যেমনি মেম্বার ছিল ঠিক তেমনি মেরিট  দেওয়া নেওয়া হতো।
আমি নিজেও তখন ছোট বড় অ্যাকাউন্ট বাজ বিচার করতাম না ভালো পোস্ট দেখলেই মেরিট দিয়ে দিতাম যদিও এখনো সেটা করি তবে আগের তুলনায় কমিয়ে দিয়েছি। ঠিক একই কারণে যে ড্রামা বাংলাদেশীদের নিয়ে  ফোরামে অন্যরা করে সেই ড্রামা তে যেন আমাকে না টানতে পারে।
Quote
বেশি বোঝা ভালো কিন্তু অতিরিক্ত বেশি আবার ভালোনা। কিছু কিছু মেম্বার দেখছি যাদের কাছ থেকে আমি পা চাটা টাইপ বিহেভিয়ার নোটিস করছি, লোকালের মাতব্বর আরকি!। এরা লোকাল বোর্ডের জন্য জান দিতেও রাজি, (মেরিট মেরিট মেরিট) আর যেই মাত্র রাঙ্ক আপ করবে সেই মাত্র দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিবে। ইউ নো হোয়াট আই মেন্ট!
আপনি কি বলতে চাচ্ছেন সামথিং লাইক শেখ হাসিনা এবং তার চেলা চামুন্ডা?
মানে দেশে বসে ক্ষমতায় যাওয়ার ভাব দেখিয়ে বাইরের দেশে বেগমপাড়া তৈরি করে পরবর্তীতে সেখানে পাড়ি জমায় ।