কি বলেন ভাই, আমাদের কমিউনিটিতে রাজাকারের কোন অভাব নাই। আপনি চিন্তা করেন একজন আরেকজনের থেকে আগায় যাবে সেই চিন্তা করে মেরিট পর্যন্ত দেয় না, ভালো কোন পোস্টে মেরিট দেয় না, কিন্তু নিজেরা নিজেরা আবার নিজেদের অ্যাকাউন্টের মধ্যে মেরিট ট্রান্সফার করে। যাদের ভেতরে হিংসা আছে তারা চাইলে অনেক কিছুই করতে পারে। আর যদি টাকার অনেক লোক থাকে, তাইলে তো আরো বেশি করতে পারে। আমাদের কমিউনিটির একজন মেম্বারকে যদি ৫০০ ডলার দিয়ে বলা হয় যে তুমি অমুকের বিরুদ্ধে একটা এলেগেশন লাগায়া দেও, আমার মনে হয় সে রাজি হয়ে যেতে পারে। রাজাকারের অভাব বাংলাদেশে কোন দিনই ছিল না, আর ভবিষ্যতেও কোনদিন রাজাকারের অভাব হবে না। কিন্তু কষ্টের ব্যাপার হলো সেই রাজাকার আপনি চিনতে পারবেন না বা ধরতেও পারবেন না।
কথা খারাপ বলেননি যে, এখানে এমন অনেক লোক আছে যে টাকার জন্য কি হিংসা থেকে অনেকের পেছনে অনেকের লেগে যায়। আর ব্যক্তিগতভাবে আমি এমনও মানুষজন দেখেছি যে সাথে খেয়ে, সাথে পড়ে, জাস্ট একটা সিলি ঘটনার জন্য আরেকজনের বিশাল বড় ক্ষতি করার চেষ্টা করেছে। এটা ভাই আমার রিয়েল লাইফের এক্সপেরিয়েন্স কথা বললাম, আমার এক ঘনিষ্ঠ বন্ধুর সাথে ঘটে যাওয়া ঘটনা।
তাছাড়াও এর আগে এই ফোরামে বাঙ্গালীদের করা ঘটনা এবং কিছু কাহিনী কিছু পার্সন এর থেকে শুনেছি তাই ভাই আপনার কথা আমি ফেলে দিতে পারব না যে এই ফোরামে বা এই লোকাল বোর্ডে রাজাকার আসলে নাই।
এক সময় লোকাল মেম্বারদের প্রচুর মেরিট দিতাম। কিন্তু দিন দিন বৃদ্ধি পাওয়া এবিউস, মারামারি হান্দাহান্দি, ফোরাম ড্রামা দেখে দেয়া কমায় দিছি, এখন শুধুমাত্র টপ নচ পোস্ট ছাড়া দেইনা। এমন না যে আমার কাছে নেই তাই দেইনা, সবসময় মিনিমাম ১৫-২০ টা থাকেই আমার কাছে। কিন্তু ইচ্ছা করেই দিচ্ছি না। ঐ যে দিলে কাহিনি করে, ফিঙ্গার পয়েন্টিং শুরু হয়।
লজিক ভাই আমার কাছেও নাই। এইভাবে চিন্তা করলে তো আরেক প্যাচ লাইগা যাইবো যেমন- একাউন্টটি হচ্ছে লোয়ার রাঙ্ক , অ্যাক্টিভিটি কম, তার মানে ফোরামে কম সময় দিয়েছে।
আর এইদিকে আমরা ফোরামে বছরের অধিক সময় কাটানোর পর এত এনালাইসিস করা শিখেছি যে কোন ম্যানেজার কোন কোন মেম্বারদের, নিচ্ছে এবং তারা কোন কোন লোকাল বোর্ডের এটাও তারপরে বের করা শিখেছি।
...snipp...
তাই এরপরে অন্তত আমাদের লোকাল বোর্ডের মেম্বারদের কে বলব কারো সম্পর্কে কিছু বলার আগে সব সময় ১০০% সিওর হয়ে তারপরে বলবেন।
বেশি বোঝা ভালো কিন্তু অতিরিক্ত বেশি আবার ভালোনা। কিছু কিছু মেম্বার দেখছি যাদের কাছ থেকে আমি পা চাটা টাইপ বিহেভিয়ার নোটিস করছি, লোকালের মাতব্বর আরকি!। এরা লোকাল বোর্ডের জন্য জান দিতেও রাজি, (মেরিট মেরিট মেরিট) আর যেই মাত্র রাঙ্ক আপ করবে সেই মাত্র দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিবে। ইউ নো হোয়াট আই মেন্ট!