Next scheduled rescrape ... never
Version 1
Last scraped
Scraped on 26/04/2025, 19:38:47 UTC

এক সময় লোকাল মেম্বারদের প্রচুর মেরিট দিতাম। কিন্তু দিন দিন বৃদ্ধি পাওয়া এবিউস, মারামারি হান্দাহান্দি, ফোরাম ড্রামা দেখে দেয়া কমায় দিছি, এখন শুধুমাত্র টপ নচ পোস্ট ছাড়া দেইনা। এমন না যে আমার কাছে নেই তাই দেইনা, সবসময় মিনিমাম ১৫-২০ টা থাকেই আমার কাছে। কিন্তু ইচ্ছা করেই দিচ্ছি না। ঐ যে দিলে কাহিনি করে, ফিঙ্গার পয়েন্টিং শুরু হয়।

শুধু কি এবিউজ ভাইHuh? আপনারা যদিও অনেক পুরাতন আমার থেকে অনেক ভালো জানে কিন্তু আমি প্রায় এক বছরের মত হয়ে আসতেছে ফোরামে এসেছি এখানে আসার পর থেকে যে পরিমাণ সিন্ডিকেট দেখলাম সেটা বলার বাহিরে। বাঙালি হওয়া মানেই ফোরামে সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য আপনার খুব সতর্কতার সহিত সামনে এগিয়ে যেতে হবে না হলে যে কোন সময় রিপোর্ট করে ট্যাগ মেরে দেবে। ফোরামে সিন্ডিকেট দিয়ে ভরপুর আমি তো ভেবেছিলাম এই ধরনের সিন্ডিকেট শুধু আমাদের বাংলাদেশী সম্ভব। কিন্তু এই বাঙালিদের নিয়ে ফোরামে দেখলাম বাজে অবস্থা কেউ ভালোভাবে দেখেনা। মেরিট আদান প্রদানের ক্ষেত্রেও খুবই সতর্কতার সাথে করা উচিত আমাদের বাংলা কমিউনিটির মেম্বারদের দেখেছি দুই একটা মেরিট এগুলো গননায় নেয় না। কিন্তু আমাদের কমিউনিটির একটা মেরিট এদিক-সেদিক হলেও দেখা যায় রিপোর্ট করে সেই রিপোর্ট ধরে ট্যাগ খেয়ে শেষ হয়ে যায়।

বেশি বোঝা ভালো কিন্তু অতিরিক্ত বেশি আবার ভালোনা। কিছু কিছু মেম্বার দেখছি যাদের কাছ থেকে আমি পা চাটা টাইপ বিহেভিয়ার নোটিস করছি, লোকালের মাতব্বর আরকি!। এরা লোকাল বোর্ডের জন্য জান দিতেও রাজি, (মেরিট মেরিট মেরিট) আর যেই মাত্র রাঙ্ক আপ করবে সেই মাত্র দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিবে। ইউ নো হোয়াট আই মেন্ট!
আপনি কি বলতে চাচ্ছেন সামথিং লাইক শেখ হাসিনা এবং তার চেলা চামুন্ডা?
মানে দেশে বসে ক্ষমতায় যাওয়ার ভাব দেখিয়ে বাইরের দেশে বেগমপাড়া তৈরি করে পরবর্তীতে সেখানে পাড়ি জমায় ।
আরে ভাই আপনি পাস করছেন, আপনি পাস করে গেছেন। আপনি তো দেখি ভাই ভালো বোঝেন। আপনি হাসিনা বুবুবুবুবুবুকে নিয়ে এত সুন্দর কথা কেন বলতেছেন ভাই। আপাতত বেগমপারায় পর্যন্তই বন্ধ করেন ভাই, না হলে কিন্তু আপনাকে চারপাশ থেকে এসে ধরে ফেলবে। সাবধান থাইকেন ভাই বেগম পাড়ায় থেকে আইসা কিন্তু আপনেরে আবার ধরে নিয়ে যাবো নি। 😁😁
Original archived Re: বাংলা (Bengali)
Scraped on 26/04/2025, 19:33:33 UTC

এক সময় লোকাল মেম্বারদের প্রচুর মেরিট দিতাম। কিন্তু দিন দিন বৃদ্ধি পাওয়া এবিউস, মারামারি হান্দাহান্দি, ফোরাম ড্রামা দেখে দেয়া কমায় দিছি, এখন শুধুমাত্র টপ নচ পোস্ট ছাড়া দেইনা। এমন না যে আমার কাছে নেই তাই দেইনা, সবসময় মিনিমাম ১৫-২০ টা থাকেই আমার কাছে। কিন্তু ইচ্ছা করেই দিচ্ছি না। ঐ যে দিলে কাহিনি করে, ফিঙ্গার পয়েন্টিং শুরু হয়।

শুধু কি এবিউজ ভাইHuh? আপনারা যদিও অনেক পুরাতন আমার থেকে অনেক ভালো জানে কিন্তু আমি প্রায় এক বছরের মত হয়ে আসতেছে ফোরামে এসেছি এখানে আসার পর থেকে যে পরিমাণ সিন্ডিকেট দেখলাম সেটা বলার বাহিরে। বাঙালি হওয়া মানেই ফোরামে সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য আপনার খুব সতর্কতার সহিত সামনে এগিয়ে যেতে হবে না হলে যে কোন সময় রিপোর্ট করে ট্যাগ মেরে দেবে। ফোরামে সিন্ডিকেট দিয়ে ভরপুর আমি তো ভেবেছিলাম এই ধরনের সিন্ডিকেট শুধু আমাদের বাংলাদেশী সম্ভব। কিন্তু এই বাঙালিদের নিয়ে ফোরামে দেখলাম বাজে অবস্থা কেউ ভালোভাবে দেখেনা। মেরিট আদান প্রদানের ক্ষেত্রেও খুবই সতর্কতার সাথে করা উচিত আমাদের বাংলা কমিউনিটির মেম্বারদের দেখেছি দুই একটা মেরিট এগুলো গননায় নেয় না। কিন্তু আমাদের কমিউনিটির একটা মেরিট এদিক-সেদিক হলেও দেখা যায় রিপোর্ট করে সেই রিপোর্ট ধরে ট্যাগ খেয়ে শেষ হয়ে যায়।

বেশি বোঝা ভালো কিন্তু অতিরিক্ত বেশি আবার ভালোনা। কিছু কিছু মেম্বার দেখছি যাদের কাছ থেকে আমি পা চাটা টাইপ বিহেভিয়ার নোটিস করছি, লোকালের মাতব্বর আরকি!। এরা লোকাল বোর্ডের জন্য জান দিতেও রাজি, (মেরিট মেরিট মেরিট) আর যেই মাত্র রাঙ্ক আপ করবে সেই মাত্র দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিবে। ইউ নো হোয়াট আই মেন্ট!
আপনি কি বলতে চাচ্ছেন সামথিং লাইক শেখ হাসিনা এবং তার চেলা চামুন্ডা?
মানে দেশে বসে ক্ষমতায় যাওয়ার ভাব দেখিয়ে বাইরের দেশে বেগমপাড়া তৈরি করে পরবর্তীতে সেখানে পাড়ি জমায় ।
আরে ভাই আপনি পাস করছেন, আপনি পাস করে গেছেন। আপনি তো দেখি ভাই ভালো বোঝেন। আপনি হাসিনা বুবুবুবুবুবুকে নিয়ে এত সুন্দর কথা কেন বলতেছেন ভাই। আপাতত বেগমপারায় পর্যন্তই বন্ধ করেন ভাই, না হলে কিন্তু আপনাকে চারপাশ থেকে এসে ধরে ফেলবে। সাবধান থাইকেন ভাই বেগম পাড়ায় থেকে আইসা কিন্তু আপনেরে আবার ধরে নিয়ে যাবো নি। 😁😁