Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Crypto Library
on 27/04/2025, 10:47:27 UTC
রাশিয়ান। সে আগে রাশিয়ান বোর্ডে একটিভ ছিল। ওইখানে কারো সাথে ঝামেলা হওয়ার পরে আর পোস্ট করে নাই। উনি এইটা লুকায় নাই। উনার ট্রান্সলেশন থ্রেড- https://bitcointalk.org/index.php?topic=5218622.0
এইটা আমি জানতাম না, আমাদের লোকাল কমিউনিটি এর একজন থেকে বলতে শুনেছিলাম যে সে রাশিয়ান কিন্তু কোন প্রমাণ ছিল না বলে আমি মনে করেছিলাম শুধুমাত্র তার ব্যক্তিগত মতামত থেকে ঠিক আছে।
তবে আজকে এটা তার প্রমাণ।

এক সময় লোকাল মেম্বারদের প্রচুর মেরিট দিতাম। কিন্তু দিন দিন বৃদ্ধি পাওয়া এবিউস, মারামারি হান্দাহান্দি, ফোরাম ড্রামা দেখে দেয়া কমায় দিছি, এখন শুধুমাত্র টপ নচ পোস্ট ছাড়া দেইনা। এমন না যে আমার কাছে নেই তাই দেইনা, সবসময় মিনিমাম ১৫-২০ টা থাকেই আমার কাছে। কিন্তু ইচ্ছা করেই দিচ্ছি না। ঐ যে দিলে কাহিনি করে, ফিঙ্গার পয়েন্টিং শুরু হয়।
শুধু কি এবিউজ ভাই? আপনারা যদিও অনেক পুরাতন আমার থেকে অনেক ভালো জানে কিন্তু আমি প্রায় এক বছরের মত হয়ে আসতেছে ফোরামে এসেছি এখানে আসার পর থেকে যে পরিমাণ সিন্ডিকেট দেখলাম সেটা বলার বাহিরে। বাঙালি হওয়া মানেই ফোরামে সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য আপনার খুব সতর্কতার সহিত সামনে এগিয়ে যেতে হবে না হলে যে কোন সময় রিপোর্ট করে ট্যাগ মেরে দেবে। ফোরামে সিন্ডিকেট দিয়ে ভরপুর আমি তো ভেবেছিলাম এই ধরনের সিন্ডিকেট শুধু আমাদের বাংলাদেশী সম্ভব। কিন্তু এই বাঙালিদের নিয়ে ফোরামে দেখলাম বাজে অবস্থা কেউ ভালোভাবে দেখেনা। মেরিট আদান প্রদানের ক্ষেত্রেও খুবই সতর্কতার সাথে করা উচিত আমাদের বাংলা কমিউনিটির মেম্বারদের দেখেছি দুই একটা মেরিট এগুলো গননায় নেয় না। কিন্তু আমাদের কমিউনিটির একটা মেরিট এদিক-সেদিক হলেও দেখা যায় রিপোর্ট করে সেই রিপোর্ট ধরে ট্যাগ খেয়ে শেষ হয়ে যায়।
আপনার শেষের বাক্য দুটি বুঝলাম না। তুই কি বুঝায় বলবেন?  Roll Eyes

Quote
আরে ভাই আপনি পাস করছেন, আপনি পাস করে গেছেন। আপনি তো দেখি ভাই ভালো বোঝেন। আপনি হাসিনা বুবুবুবুবুবুকে নিয়ে এত সুন্দর কথা কেন বলতেছেন ভাই। আপাতত বেগমপারায় পর্যন্তই বন্ধ করেন ভাই, না হলে কিন্তু আপনাকে চারপাশ থেকে এসে ধরে ফেলবে। সাবধান থাইকেন ভাই বেগম পাড়ায় থেকে আইসা কিন্তু আপনেরে আবার ধরে নিয়ে যাবো নি। 😁😁
বর্তমানে দেশের যে অবস্থা অনেক ঘটনায় চোখের সামনে ঘটে যাচ্ছে সেগুলো দেখে  জাস্ট চুপ হয়ে আছি আর সব সময় ভয়ে থাকি। এরকম ঘটনা এর কথা অনেকবার শুনলাম এর আগে একটা বিশাল এমাউন্টের  ক্রিপ্ত  ছিনতাই হওয়ার ঘটনা শুনেছিলাম, কিছুদিন আগে আরো একটা শুনলাম বলতে গেলে বাংলাদেশের অবস্থা ভালো না।
শুধু বাংলাদেশ না আপনি যখন ক্রিপ্ত  কারেন্সি নিয়ে কাজ করবেন তখন উচিত হবে আপনার সব আর্নিং এর কথাগুলো গোপন রাখা। না হলে এমন দেখবেন আপনার পছন্দের বন্ধু কবে আপনাকে কট দিয়ে দিয়েছে এটাও টের পাবেন না।
এরকম ঘটনা কয়েকটি ঘটতে দেখেছি, আর এইসব আসলে বেশি করতেছে সেই সব গুন্ডা এবং ক্যাডার বাহিনী যারা আওয়ামী লীগের  চ্যালা চামুণ্ডা ছিল বর্তমানে কোন কাজ আই মিন চাদা নেওয়ার সুযোগ না থাকার ফলে তারা এই ধরনের পথকেই বেশি নিতেছে।

তাই খালি আমি না সবাইকেই সতর্ক থাকতে বলতেছি। যে কোন সময় যেকোনো ঘটনা ঘটতে পারে তাই নিজের ইনকাম সম্পর্কে আশেপাশের লোকজনদের কম অবহিত করুন। আর রাতে কখনো নির্জন জায়গায় যাইবেন না যত কাছের বন্ধুই হোক।