Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
God Of Thunder
on 27/04/2025, 11:11:47 UTC
এইটা আমি জানতাম না, আমাদের লোকাল কমিউনিটি এর একজন থেকে বলতে শুনেছিলাম যে সে রাশিয়ান কিন্তু কোন প্রমাণ ছিল না বলে আমি মনে করেছিলাম শুধুমাত্র তার ব্যক্তিগত মতামত থেকে ঠিক আছে। তবে আজকে এটা তার প্রমাণ।

রয়সে যে রাশিয়ান এটাতো ওপেন, সে কখনো ডিনাই করে নাই যে আমি রাশিয়ার না। যেহেতু তার পোস্ট হিস্টোরিতে এটা এভেলেবল আছে যে সে রাশিয়ান, সেখানে এটা নতুন করে প্রমাণ করার কিছু নাই, প্রমান তো আগে থেকেই আছে। মানুষ তার পোস্ট হিস্টোরি চেক করে না এজন্য তারা জানে না যে সে রাশিয়ান।

কিন্তু একটা ফালতু ব্যাপার হল পোষ্ট চেক না করেই একজন তাকে বাংলাদেশী বলে দিল। যেহেতু ফোরামের রয়সে কে নিয়ে সব সময় একটা না একটা ড্রামা থাকেই, এসব ছোটখাটো ব্যাপার উনার রেপুটেশন ইম্প্যাক্ট করতে পারে। একজন ফোরাম ইউজারের উচিত কোন কিছু পোস্ট করার আগে নিজে ভালোভাবে যাচাই বাছাই করা।  আমার নিজের ভুলের কারণে যদি কারো রেপুটেশন নষ্ট হয়, সেটা আমার মত লোক ঠিক করে দিতে পারবে না।