শুধু বাংলাদেশ না আপনি যখন ক্রিপ্ত কারেন্সি নিয়ে কাজ করবেন তখন উচিত হবে আপনার সব আর্নিং এর কথাগুলো গোপন রাখা। না হলে এমন দেখবেন আপনার পছন্দের বন্ধু কবে আপনাকে কট দিয়ে দিয়েছে এটাও টের পাবেন না।
ভাই এই বিষয়ে ঠিকই বলেছেন, বর্তমানে আমরা খুবই খারাপ যুগে এসে পড়েছি, বর্তমানে কারো ভালো কেউ চায় না। বর্তমানে দেখবেন কিছু লোকে চায় শুধু তারা বেচে থাকুন অন্য সকলে মারা যাক। আপনি তো বন্ধুর কথা বললেন, বর্তমান সময়ে এক ভাই আরেক ভাইয়ের ক্ষতি করার চেষ্টা করে থাকেন। যেহেতু ক্রিপ্টোকারেন্সি আমাদের দেশে অবৈধ, তাই এই বিষয়ে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। যদি কেউ ওপেন ভাবে বলে বেড়ায় তিনি ক্রিপ্টোর সাথে জরিত রয়েছে, দেখবেন কবে তার বাড়িতে পুলিশ হামলা করেছে বুঝতেই পারবেন না।
আর একটা বাস্তব অভিজ্ঞতা থেকে বলি, দেখবেন অনেক লোক আছে যারা বুঝতেই চায় না, যে অনলাইন থেকে ইনকাম করা যায়। তারা মনে করেন অনলাইন মানে জুয়া খেলা। তাই আমরা যারা ক্রিপ্টোর সাথে জরিত আছি আমাদের সকলের ফিজিক্যালি কোন ব্যবসা-বাণিজ্য বা যেকোন কাজ করা উচিত, যাতে কেউ প্রশ্ন করতে না পারেন আপনি কি করেন।