Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Wonder Work
on 27/04/2025, 15:19:18 UTC
আপনার শেষের বাক্য দুটি বুঝলাম না। তুই কি বুঝায় বলবেন?  Roll Eyes
ভাই আমি বলেছি ২-১টা মেরিট ট্রানজেকশন এগুলো কেউ গণনায় নেয় না। মানে হচ্ছে, কিছুই মনে করে না এগুলাকে কিন্তু পরবর্তী সময় দেখা যায় যে এগুলোই বড় একটা ইস্যু হয়ে দাঁড়ায়।

আর অন্য কথাটি হচ্ছে আমাদের কমিউনিটির মেরিট দেওয়া-নেওয়া একটু এদিক সেদিক হলে দেখা যায় এগুলো নিয়েও বিভিন্ন ধরনের মন্তব্য করে বসে। মেরিট ট্রানজেকশন এর একটা ইস্যু ধরে আবার নতুন যারা আসে তারা নিজেদের মধ্যে মেরিট ট্রানজেকশন এর একটা লেন তৈরি করে পরবর্তী সময় দেখা যায় তাদের জন্য কমিউনিটির সবার রিপুটেশন নষ্ট হয়।