রয়সে যে রাশিয়ান এটাতো ওপেন, সে কখনো ডিনাই করে নাই যে আমি রাশিয়ার না। যেহেতু তার পোস্ট হিস্টোরিতে এটা এভেলেবল আছে যে সে রাশিয়ান, সেখানে এটা নতুন করে প্রমাণ করার কিছু নাই, প্রমান তো আগে থেকেই আছে। মানুষ তার পোস্ট হিস্টোরি চেক করে না এজন্য তারা জানে না যে সে রাশিয়ান।
কিন্তু একটা ফালতু ব্যাপার হল পোষ্ট চেক না করেই একজন তাকে বাংলাদেশী বলে দিল। যেহেতু ফোরামের রয়সে কে নিয়ে সব সময় একটা না একটা ড্রামা থাকেই, এসব ছোটখাটো ব্যাপার উনার রেপুটেশন ইম্প্যাক্ট করতে পারে। একজন ফোরাম ইউজারের উচিত কোন কিছু পোস্ট করার আগে নিজে ভালোভাবে যাচাই বাছাই করা। আমার নিজের ভুলের কারণে যদি কারো রেপুটেশন নষ্ট হয়, সেটা আমার মত লোক ঠিক করে দিতে পারবে না।
আরেক দল লোক বলে (শোনা কথা), রয়েস নাকি একাউন্টের প্রথম মালিক না, হাত বদল হইছে হ্যান ত্যান ইত্যাদি। কাইন্ড অফ কন্সপেরেসি থিওরি সাজানোর মতো। দলের প্রেসিডেন্ট কে আমরা সবাই চিনি। যাই হোক তাতে আমার কি, আমার এসব নিয়ে মাথাব্যথা নাই। একজন মানুষের রেপুটেশন টাই মেইন, বাকি কি হলো না হলো কে কি বললো ভাবলো তা ম্যাটার করে না।
GOT, নিউবি হবে নিউবিদের মতো। কিন্তু এদের বিহেভিয়ার অন্য টাইপের। সব জান্তা সামসু! মাঝে মাঝে আবেগের বশে এরা কি যে লেখে নিজেও হয়তো জানেনা। তেল কিভাবে দিতে হয় তা এদের থেকে শেখা উচিত, লল।
Roysee কে নিয়ে যে গ্লোবালে অন্য মেম্বারদের জলার বিষয় আছে এটা আমি ভাই খেয়াল রাখি কারণ রেপুটেশন বোর্ড থেকে শুরু করে অনেক বোর্ডেই আমার ট্র্যাকলিস্টে রয়েছে সো অনেক শুনেই তাকে নিয়ে নানান ব্যঙ্গ করতে দেখেছি।
বলতে গেলে রুজি কোন দেশের এইটা নিয়ে এমন কাহিনী ঘটে গিয়েছে বা রোজির অগ্রগতির জন্য অন্যদের গাত্রদাহ