ভাই এগুলা আশলে কোনো প্রোমান ই না ধরতে গেলে , কারন আমি ব্যাক্তিগত ভাবে আমার শহরের বেশ কয়েকজনকে চিনি, যারা দোভাষী হিসেবে কাজ করে থাকে আর অনর্গল ৫টা দেশের ভাষায় বলতে ও লিখতে পারে। এসব বিবেচনা করতে গেলে শুধুমাত্র লিখা দেখে শিউর হওয়া সমভাব না । তবে অনেক সম্ভাবনা তৈরি হয় শিউওর হবার। আবার আরেকজন পরিচিত আপু আছে বিদেশি কেউ আসলে তাদের সাথে কাজ করে , সে এমন ভাবে টার্কিশ ভাষায় কথা বলে , যে যারা আসে তারাই তাকে টার্কিশ বংগশিও ভাবে। এখানে শুধু ভাষা দিয়ে জাজমেন্ট করার ক্ষেত্রে আমি পুরোপুরি মত না ।
ঠিক বলেছেন ভাই এমন কিছু কিছু দক্ষ লোক রয়েছে যারা একাধিক ভাষাতে কথা বলতে পারে। আমাদের এখান থেকে কিছু অশিক্ষিত লোক আছে যারা দীর্ঘদিন ধরে মালয়েশিয়া থাকে তারা কিন্তু মালায় ভাষায় কথা বলতে পারে। তাহলে তাদের ক্ষেত্রে কি আমরা মালায় ধরবো না বাংলাদেশী ধরবো। ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ 18 টি ভাষায় অনর্গল কথা বলতে পারতেন ও লিখতে পারতেন। তো ভাষাভাষীর দিক থেকে আমাদের ফোরামে বিচার করা উচিত হবে না। তবে আর একটা বিষয় ইন্ডিয়ার কিছু কিছু অঞ্চলের হিন্দির সাথে পাকিস্তানের অনেকাংশের ভাষায় মিল রয়েছে। আসামের সাথে আমাদের বাংলাদেশের অনেক অঞ্চলের ভাষার মিল রয়েছে। তাহলে আমরা কোনভাবেই ভাষাভাষীর দিক থেকে তুলনা করতে পারবোনা।