এইটা আমি জানতাম না, আমাদের লোকাল কমিউনিটি এর একজন থেকে বলতে শুনেছিলাম যে সে রাশিয়ান কিন্তু কোন প্রমাণ ছিল না বলে আমি মনে করেছিলাম শুধুমাত্র তার ব্যক্তিগত মতামত থেকে ঠিক আছে। তবে আজকে এটা তার প্রমাণ।
রয়সে যে রাশিয়ান এটাতো ওপেন, সে কখনো ডিনাই করে নাই যে আমি রাশিয়ার না। যেহেতু তার পোস্ট হিস্টোরিতে এটা এভেলেবল আছে যে সে রাশিয়ান, সেখানে এটা নতুন করে প্রমাণ করার কিছু নাই, প্রমান তো আগে থেকেই আছে। মানুষ তার পোস্ট হিস্টোরি চেক করে না এজন্য তারা জানে না যে সে রাশিয়ান।
কিন্তু একটা ফালতু ব্যাপার হল পোষ্ট চেক না করেই একজন তাকে বাংলাদেশী বলে দিল। যেহেতু ফোরামের রয়সে কে নিয়ে সব সময় একটা না একটা ড্রামা থাকেই, এসব ছোটখাটো ব্যাপার উনার রেপুটেশন ইম্প্যাক্ট করতে পারে। একজন ফোরাম ইউজারের উচিত কোন কিছু পোস্ট করার আগে নিজে ভালোভাবে যাচাই বাছাই করা। আমার নিজের ভুলের কারণে যদি কারো রেপুটেশন নষ্ট হয়, সেটা আমার মত লোক ঠিক করে দিতে পারবে না।
ভাই এগুলা আশলে কোনো প্রোমান ই না ধরতে গেলে , কারন আমি ব্যাক্তিগত ভাবে আমার শহরের বেশ কয়েকজনকে চিনি, যারা দোভাষী হিসেবে কাজ করে থাকে আর অনর্গল ৫টা দেশের ভাষায় বলতে ও লিখতে পারে। এসব বিবেচনা করতে গেলে শুধুমাত্র লিখা দেখে শিউর হওয়া সমভাব না । তবে অনেক সম্ভাবনা তৈরি হয় শিউওর হবার। আবার আরেকজন পরিচিত আপু আছে বিদেশি কেউ আসলে তাদের সাথে কাজ করে , সে এমন ভাবে টার্কিশ ভাষায় কথা বলে , যে যারা আসে তারাই তাকে টার্কিশ বংগশিও ভাবে। এখানে শুধু ভাষা দিয়ে জাজমেন্ট করার ক্ষেত্রে আমি পুরোপুরি মত না ।
তবে
@God Of Thunder ও
@Crypto Library ভায়ের সাথে আমি একমত রেপুটেশন টা আসলে অন্যরকম একটা বিষয়। একবার জেকোনো কারন বসত সামান্য একটু নস্টো হলেও সেটা ফিরিয়ে পাওয়া অনেক কোঠীন।