Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
God Of Thunder
on 28/04/2025, 09:04:45 UTC
ভাই এগুলা আশলে কোনো প্রোমান ই না ধরতে গেলে , কারন আমি ব্যাক্তিগত ভাবে আমার শহরের বেশ কয়েকজনকে চিনি, যারা দোভাষী হিসেবে কাজ করে থাকে আর অনর্গল ৫টা দেশের ভাষায় বলতে ও লিখতে পারে। এসব বিবেচনা করতে গেলে শুধুমাত্র লিখা দেখে শিউর হওয়া সমভাব না । তবে অনেক সম্ভাবনা তৈরি হয় শিউওর হবার। আবার আরেকজন পরিচিত আপু আছে বিদেশি কেউ আসলে তাদের সাথে কাজ করে , সে এমন ভাবে টার্কিশ ভাষায় কথা বলে , যে যারা আসে তারাই তাকে টার্কিশ বংগশিও ভাবে। এখানে শুধু ভাষা দিয়ে জাজমেন্ট করার ক্ষেত্রে আমি পুরোপুরি মত না ।

তবে @God Of Thunder@Crypto Library ভায়ের সাথে আমি একমত রেপুটেশন টা আসলে অন্যরকম একটা বিষয়। একবার জেকোনো কারন বসত সামান্য একটু নস্টো হলেও সেটা ফিরিয়ে পাওয়া অনেক কোঠীন।

এখানে এই পোষ্ট এর মাধ্যমে আপনি কি বুঝাতে চাইলেই সেটা বলেন। একজন একাধিক ভাষা জানতে পারে এটা সত্য। আমি নিজেও হিন্দী এবং উর্দু বুঝি এবং বলতেও পারি। বলতে পারা আর লিখতে পাড়া বা পড়তে পারা একই ব্যাপার না। যারা একাধিক ভাষা বলতে পারে, তাদের প্রশ্ন করে দেখবেন, তারা বেশিরভাগই পড়তে এবং লিখতে জানে না।  এখানে রয়সের ট্রান্সলেশন সার্ভিস এর কথা বলা হয়েছে। আপনি কি বলতে চাচ্ছেন যে রয়সের ট্রান্সলেশন সার্ভিস আসলে প্রমাণ করে না যে সে রাশিয়ান, তাই তো? তাইলে আপনিই বলেন সে কোন দেশি। একজন যে তাকে বাংলাদেশী বললো, সে কোন প্রমাণের ওপর ডিপেন্ড করে বললো সে বাংলাদেশী? সে যে রাশিয়ান, এটা প্রমাণ করার জন্য কি তাহলে সে কেওয়াইসি করবে ফোরামে? আসলে আমরাই হুদাই আলাপ আলোচনা করছি। রয়সে এসব কোনোদিন চিন্তাও করে না, ক্যায়ার ও করে না।