Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Crypto Library
on 29/04/2025, 08:00:28 UTC
ভাই, মার্কেট তো এখন ৯৪ হাজারের দিকে অনেকটা স্থির মনে হচ্ছে। অল্টকয়েন গুলো পাম্প করছে না। কিছু কিছু কয়েন কিছুটা রিকভার করেছে, তবে যেই পরিমানে ডাউন হয়ে আছে সব, তার সামনে এই ধরনের ছোট খাটো রিকভার আসলে কিছুই মনে হচ্ছে না। মার্কেটের পজিটিভ সেন্টিমেন্ট দেখে আবারো আশায় বুক বাধতে মন চাচ্ছে। মন চাচ্ছে কিছু অল্ট এ ডিসিএ করে রাখি, যেনো একটু দ্রুত রিকভার করা যায়। কিন্তু আবার সাহসে কুলাচ্ছে না।

মার্কেট যে পরিমান অস্থিতিশীল, কখন আবার ১ ঘন্টার ডাম্পে ১০% ডাউন হয়ে যায়। বিটকয়েন ৫% ডাউন হলে অল্টকয়েন ২০ থেকে ৩০ % ডাউন হতে সময় লাগে না। এটাই আমার কাছে মেইন সমস্যা মনে হচ্ছে। এজন্য নতুন করে ইনভেষ্ট করার সাহস করতে পারছি না।

আপনারা কে কি পরিকল্পনা করছেন?
প্রথমে ভাই আপনাকে ধন্যবাদ জানাই। একই টপিক নিয়ে বারবার কথা বলতে বলতে বা পোস্ট দেখতে দেখতে আমাদের বাংলা থ্রেড বোরিং লাগতেছিল।

যাইহোক আমি যেটা আগে বলেছিলাম বর্তমান মার্কেটের অবস্থা যেমন আমাদের নিঃশ্বাস প্রঃশ্বাস এর মতন রয়েছে এবং সেই সাথে মার্কেট এখনো অনেক কনফিউজিং, তাই আমি এখনো কোন ডিসিশনে যায়নি যে কোন ইনভেস্টমেন্টে যাব কিনা।

আমি কাউকে সাজেশনও করবো না বর্তমানে এই সময়ে ইনভেস্টমেন্টে যাওয়ার জন্য। বেশি করে আপনারে বলবো আর যদি মারা না খাইতে চান তাইলে altcoin এ DCA বলেন অথবা বড় কোনো ইনভেস্টমেন্ট বলেন কোনটাই কইরেন না। 

তবে মার্কেট নিয়ে আমি এখনো আশাবাদী কারণ আমরা যদি দেখি এবারে পাম্প এর সময় altcoin গুলো আরো বেশি বেশি করে পাম্প করতে ছিল যেমন বিটকয়েনের ইনক্রিজ পার্সেন্টেজ  অ্যারাউন্ড  5% ছিল  তখন Ethereum এর 10% এর উপরে ছিল। সো আমি বর্তমানে ইনভেস্টমেন্টে যাব না কিন্তু অবশ্যই পজেটিভ কিছু আশা করতেই পারি।