Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Nothingtodo
on 29/04/2025, 10:09:43 UTC
মার্কেট পাম্প করলে যে শুধুমাত্র একবারে পাম্প করেই যাবে এমনটা কিন্তু না যেমন আমরা অক্সিজেন নেই এবং কার্বন-ডাই-অক্সাইড  ত্যাগ করি, মার্কেটেও ঠিক তেমনি এই ধরনের পাম্পের পাশাপাশি একটু নিঃশ্বাস নিয়ে নেয় হালকা প্রাইজ ড্রপ করে।
দেখা যাক আপাতত মার্কেটে অবজারভেশন করতে থাকেন কোন ডিসিশনও যাইয়েন না।

ভাই, মার্কেট তো এখন ৯৪ হাজারের দিকে অনেকটা স্থির মনে হচ্ছে। অল্টকয়েন গুলো পাম্প করছে না। কিছু কিছু কয়েন কিছুটা রিকভার করেছে, তবে যেই পরিমানে ডাউন হয়ে আছে সব, তার সামনে এই ধরনের ছোট খাটো রিকভার আসলে কিছুই মনে হচ্ছে না। মার্কেটের পজিটিভ সেন্টিমেন্ট দেখে আবারো আশায় বুক বাধতে মন চাচ্ছে। মন চাচ্ছে কিছু অল্ট এ ডিসিএ করে রাখি, যেনো একটু দ্রুত রিকভার করা যায়। কিন্তু আবার সাহসে কুলাচ্ছে না।

মার্কেট যে পরিমান অস্থিতিশীল, কখন আবার ১ ঘন্টার ডাম্পে ১০% ডাউন হয়ে যায়। বিটকয়েন ৫% ডাউন হলে অল্টকয়েন ২০ থেকে ৩০ % ডাউন হতে সময় লাগে না। এটাই আমার কাছে মেইন সমস্যা মনে হচ্ছে। এজন্য নতুন করে ইনভেষ্ট করার সাহস করতে পারছি না।

আপনারা কে কি পরিকল্পনা করছেন?
মার্কেট আসলেই কখন কোন পজিশনে যায় কেউ আন্দাজ করতে পারে না। আমার কিছু পরিমাণ ডলারের সমতুল্য বিটকয়েন ছিল এবং ভেবেছিলাম আমি হোল্ডিং করে রাখবো কিন্তু সেটা সম্ভব হয়নি। যখন বিটকয়েন ৭৯k তে চলে গিয়েছিল তখন দুই/একজনের ভবিষ্যতবাণী দেখে ভয়েই বিক্রি করে দিয়েছিলাম। আসলে বিটকয়েন আমার মত ভীতু মানুষের জন্য না। যদি হোল্ডিং করেই দু-এক সপ্তাহ রেখে দেই যদি দেখি মার্কেট কমে গেছে তখন মনের মধ্যে এতটাই ভয় ঢুকে যায় যে হয়তো বিটকয়েন এই বুঝি চিরতরে শূন্য হয়ে গেল। এভাবে আমাদের মত হোল্ডারদের দিয়ে হবে না এবং আমাদের জন্য বিটকয়েন নয়। যা হোক আপনাদের মত স্থিতিশীল মানুষদের জন্যই বিটকয়েন।