Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Mahiyammahi
on 29/04/2025, 19:24:24 UTC

আমি কাউকে সাজেশনও করবো না বর্তমানে এই সময়ে ইনভেস্টমেন্টে যাওয়ার জন্য। বেশি করে আপনারে বলবো আর যদি মারা না খাইতে চান তাইলে altcoin এ DCA বলেন অথবা বড় কোনো ইনভেস্টমেন্ট বলেন কোনটাই কইরেন না। 

এরকম খারাপ সময়ে চাইলে Altcoin গুলার OTC Deal গুলো দেখতে পারেন, অনেক ভালো অল্টকয়েন এর OTC Deal পাওয়া যাচ্ছে। যদি কারো লং টার্ম হোল্ডিং এর প্ল্যান থাকে ৩/৪মাস তাহলে আমি বলব OTC Deal বেস্ট অপশন আপনার জন্য। মার্কেট প্রাইজ থেকে ৫০% ডিস্কাউন্ট এ OTC ডিল গুলা নেয়া যায়। তাই মার্কেট এই পজিশন থেকে ৫০% ডাউন করলেও আপনার ইনভেস্ট সেইফ। আর বর্তমানে অল্ট কয়েন সবগুলো ওভার সোল্ড পজিশন এ আছে।  তাই এটা ছাড়া আমি কোনো গতি দেখছি না।

আর পর্যাপ্ত ফান্ড থাকলে বাইনান্স এর আল্ফা ট্রেড,  IDO,  কিছু এয়ারড্রপ ফার্ম লাইক Momentum, giverep, Kaito এগুলা করতে পারেন৷ মনে রাখবেন খারাপ মার্কেট এর এয়ারড্রপ ফার্ম গুলো অনেক ভালো একটা প্রফিট দেয়।