এক্ষেত্রে যে সমস্যাটি হচ্ছে , যখন আমি বাইনান্স এ ট্রেড অপশন থেকে কনভার্ট/স্পট ট্রেড করে ক্রয় করতে যাই তখন সেখানে বাজারের তুলনায় বেশি মূল্য দেখায়। অর্থাৎ আমাকে বাজারের তুলনায় বেশি মূল্যে ক্রয় করতে হয়। এমনকি বিক্রয় করার সময় এর বিপরীত ঘটনা ঘটে। বিক্রয়ের সময় বাজারের তুলনায় কম মূল্য প্রদান করে। যদিও এর কারণে খুব বেশি পার্থক্য গড়ে উঠে না কিন্তু যখন বেশি অর্থ দিয়ে ট্রেড করি তখন প্রায় কয়েক ডলার এর পার্থক্য দেখা যায়।
এটি কি কোনো সমস্যা ? নাকি বাইনান্স এর পলিসি ? বা এই সমস্যা কি সমাধান করা যেতে পারে ? এটি নিয়ে আমি অনেক সময় বিভ্রান্তিকর অবস্থায় পড়ে যাই। মূল একাউন্টে প্রত্যাশিত লাভ পেলেও ট্রেড করার সময় তা পাই না। দয়া করে কেউ এই সম্পর্কে বিস্তারিত বলে সাহায্য করবেন।
কনভার্ট অপশন এর ক্ষেত্রে মূলত spread বেশি থাকে.
spread বিষয়টা হচ্ছে আপনার কেনার সময়কার প্রাইস এবং সেল করার সময়ের প্রাইজের মধ্যে পার্থক্য আরো সহজ করে যদি বলি তাহলে ধরেন বর্তমানে বিটকয়েনের প্রায় 94500$ এখন সেখানে আপনি যখন কিনতে যাচ্ছেন তখন তারা সেল নিচ্ছে 94550$ আবার যখন আপনি সেল করতে যাবেন তখন তারা ক্রয় করছে 94450$। এখানে যদি আমরা পার্থক্য দেখি সেটি হলো ১০০ ডলারের এটাকে বলে spread ।
বাইন্যান্স এ কনভার্ট অপশন এর ক্ষেত্রে এই spread তারা বেশি রাখে কারণ এখানে আপনি ইনস্ট্যান্ট খুব দ্রুত ট্রেড নিতে পারছেন, সেই ট্রেডিং অপশন এর মতন আপনাকে আপনার অর্ডার কমপ্লিট হওয়ার পর্যন্ত বসে থাকতে হয় না। আর এজন্যই এখানে তারা রিয়েল টাইম অর্ডার বুক করে না এবং সেই সাথে সাথে আপনি ট্রেডিং এর মতন প্রাইসও পান না।
আমি মূলত এই কনভার্ট অপশন তখন ইউজ করি যখন USDC/USDT/FDUSD এর মধ্যে ট্রেড করতে হয়। আর কারণ হচ্ছে স্টেবল কয়েন এর ক্ষেত্রে ট্রেডিং এ ইন্টিজার সংখ্যা ছাড়া আর কোন সংখ্যা ব্যবহার করা যায় না, মানে দশমিকের পরে অন্য কিছু বসিয়ে সেল করা যায় না। তখন আমার কনভার্ট অপশনটি ভালো কাজে লাগে যদিও দাম কম পাওয়া যায়।