Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
HelliumZ
on 30/04/2025, 09:33:24 UTC

আমি মূলত এই কনভার্ট অপশন তখন ইউজ করি যখন USDC/USDT/FDUSD এর মধ্যে ট্রেড করতে হয়।  আর কারণ হচ্ছে স্টেবল  কয়েন এর ক্ষেত্রে ট্রেডিং এ ইন্টিজার সংখ্যা ছাড়া আর কোন সংখ্যা ব্যবহার করা যায় না, মানে দশমিকের পরে অন্য কিছু বসিয়ে সেল করা যায় না। তখন আমার কনভার্ট অপশনটি ভালো কাজে লাগে যদিও দাম কম পাওয়া যায়।
মাঝে মাঝে ছোট্ট ছোট্ট এমাউন্টের ডলার যেমন Spot ট্রেডিংয়ের ক্ষেত্রে 10 dollar এর নিচে ট্রেডিং হয় না এ সকল ক্ষেত্রে অবশ্যই কনভার্ট অপশন ব্যবহার করি। এক্ষেত্রে খুব সম্ভবত ১ ভলারের ১০০ ভাগের একভাগ পর্যন্ত কনভার্ট করা সম্ভব অর্থ্যাৎ ০.০১ ডলার পরিমাণ কনভার্ট করা যায়। আমি মাঝে মাঝে ৫ /৬ ডলার দিয়ে পেপে কিংবা বংক টোকেন ক্রয় করতে স্পোট ট্রেডিং অপশনের পরিবর্তে কনভার্ট অপশন ব্যবহার করে থাকি। ছোট ছোট এমাউন্টের ডলার নিয়ে অনেক সময়ই ঝামেলায় পড়তে হয় তাই কনভার্ট ট্রেডিং আছে বলেই উক্ত ঝামেলা পড়তে হয় না‌