ভাই আপনারা কেউ ডুয়েলবুট ইউজ করেন বর্তমানে? আমি টেকনিক্যাল জিনিসপাতি ভালোই বুঝি বা পারি, বাট এই স্পেসিফিক জিনিসটা কখনো ট্রাই করা হয়নাই। নরম্যালি আমি ভার্চুয়াল বক্সে Linux ইনস্টল করে ইউজ করতাম, বাট ইদানীং আমার হাত চুলকাইতেছে ডুয়েলবুট করে চালানোর জন্য। জাস্ট সমস্যা হলো আমার সেপারেট স্টোরেজ ড্রাইভ নাই যেখানে সেফলি এটা ট্রাই মারা যাবে, ভুলবশত ড্রাইভ করোপ্ট হয়ে গেলে সব দিক দিয়ে মারা খাবো। সো সব দিক দিয়েই একটু সাজেশন লাগতো, কারোর যদি এই ফিল্ডে এক্সপেরিয়েন্স থাকে। আরেকটা কথা যারা লিনাক্স ইউজ করতেছেন তারা কোন ফ্লেভার আর কোন ডেক্সটপ ইনভাইরনমেন্ট ইউজ করতেছেন?
আমারও অত বেশি আইডিয়া নাই তবে আমি কয়েক বছর আগে আমার ল্যাপটপে লিনাক্স মিন্ট ইন্সটল দিয়েছিলাম। প্রথমে ডিস্ক পার্টিশন ম্যানেজার থেকে 20-30 জিবি এর মতন EXT4 পার্টিশন করে সেই পার্টিশন ডুয়েলবুট মারছিলাম।
আর যদি ভুলেও সিঙ্গেল বুট মারেন, মনে শুধু লিনাক্স চালাতে চান তাহলে আপনার সেই ssd ফাঁকা হয়ে যাবে। (মনে সব ফর্ম্যাট হয়ে যাবে)।
আমি ডিক্স পার্টিশন করে তারপরেই ডুয়েল অপারেটিং সিস্টেম ইউজ করার কথা বলব। তাহলে কোন অপারেটিং সিস্টেম কোন অপারেটিং সিস্টেমকে ইন্টারাপ্ট করতে পারবেনা।
যেমন আপনার এসএসডি বা অন্য কোন স্টোরেজ এর সাইজ যদি ২৫০ হয় তাহলে আপনি ৫০ জিবি উইন্ডোজ ভার্সন এবং 30 জিবি জিবি লিনাক্স এর জন্য বরাদ্দ করে রাখতে পারেন। মানে ধরেন (C:) ড্রাইভের জন্য ৫০ জিবি রাখলেন (D:) ড্রাইভ 30 জিবি
আমার জানামতে লিনাক্স এ স্টোরেজ খুবই কম লাগে। মনে হয় লিনাক্সে মিনিমাম স্টোরেজ ২৫ জিবি হলেই চলে ।