Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
DYING_S0UL
on 01/05/2025, 16:50:01 UTC
আমারও অত বেশি আইডিয়া নাই তবে আমি কয়েক বছর আগে আমার ল্যাপটপে লিনাক্স মিন্ট ইন্সটল দিয়েছিলাম। প্রথমে ডিস্ক পার্টিশন ম্যানেজার থেকে 20-30 জিবি এর মতন EXT4 পার্টিশন করে সেই পার্টিশন ডুয়েলবুট মারছিলাম।
আর যদি ভুলেও সিঙ্গেল বুট মারেন, মনে শুধু লিনাক্স চালাতে চান তাহলে আপনার সেই ssd ফাঁকা হয়ে যাবে। (মনে সব ফর্ম্যাট হয়ে যাবে)।
আমি ডিক্স পার্টিশন করে তারপরেই ডুয়েল অপারেটিং সিস্টেম ইউজ করার কথা বলব। তাহলে কোন অপারেটিং সিস্টেম কোন অপারেটিং সিস্টেমকে  ইন্টারাপ্ট করতে পারবেনা।

যেমন আপনার এসএসডি বা অন্য কোন স্টোরেজ এর সাইজ যদি ২৫০ হয় তাহলে আপনি ৫০ জিবি উইন্ডোজ ভার্সন এবং 30 জিবি জিবি লিনাক্স এর জন্য বরাদ্দ করে রাখতে পারেন। মানে ধরেন (C:) ড্রাইভের জন্য ৫০ জিবি রাখলেন (D:) ড্রাইভ 30 জিবি
আমার জানামতে লিনাক্স এ স্টোরেজ খুবই কম লাগে।  মনে হয় লিনাক্সে মিনিমাম স্টোরেজ ২৫ জিবি হলেই চলে ।

পার্টিশন করা নিয়েই একটু পেরা খাইতেছি, কারন দুইটাই দুইরকম ফাইল সিস্টেম ইউজ করা হয়। উইন্ডোসে NTFS আর লিনাক্সে EXT4। আরেকটা বিষয় হলো কমন স্টোরেজ, আই মিন দুই OS থেকেই এক্সেস করা যাবে এমন স্টোরেজ সেটআপ করার বিষয়টা।

আমার কাছে বর্তমানে ১ টেরাবাইট স্টোরেজ আছে। আমি ভাবতেছি টোটাল ৩ ভাগ করবো। ৪০০ জিবি উইন্ডোস [c:], ১০০ জিবি লিনাক্স, আর বাকি গুলো কমন স্টোরেজ।

যদিও ১০০ জিবি লাগে না, ২৫ জিবিও অনেক বেশি। এমন ডিসট্রো পর্যন্ত আছে যা ৫ জিবি দিয়েও চলে। আমি আমার ফোনে কালি নেটহান্টার পর্যন্ত ইউজ করে দেখছি। ধন্যবাদ সাজেশনগুলোর জন্য। যাই একটু মারা খেয়ে আসি।