Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Crypto Library
on 02/05/2025, 11:30:10 UTC
পার্টিশন করা নিয়েই একটু পেরা খাইতেছি, কারন দুইটাই দুইরকম ফাইল সিস্টেম ইউজ করা হয়। উইন্ডোসে NTFS আর লিনাক্সে EXT4। আরেকটা বিষয় হলো কমন স্টোরেজ, আই মিন দুই OS থেকেই এক্সেস করা যাবে এমন স্টোরেজ সেটআপ করার বিষয়টা।
আমি যতদূর জানি লিনাক্সে NTFS ফাইল রিড/রাইট করতে পারা যায় কিন্তু অনেক ক্ষেত্রে পারফরম্যান্স ড্রপ করে।
আপনি এক কাজ করতে পারেন ডিস্ক পার্টিশন করে দুইটার জন্য আলাদা আলাদা ফাইল সিস্টেম রাখতে পারেন যেমন লিনাক্স এর জন্য ইউজ করলেন EXT4  ,
আর তাছাড়া আপনি আরেকটা কাজ করতে পারেন বাকি যতোটুকু স্টোরেজ থাকবে সেগুলো exFAT এ রাখা কারণ এটা দুই অপারেটিং  সিস্টেমেই  সাপোর্ট করে।

Quote
আমার কাছে বর্তমানে ১ টেরাবাইট স্টোরেজ আছে। আমি ভাবতেছি টোটাল ৩ ভাগ করবো। ৪০০ জিবি উইন্ডোস [c:], ১০০ জিবি লিনাক্স, আর বাকি গুলো কমন স্টোরেজ।
আমি ভাই লোকাল ডিস্ক এ ৪০০ জিবি রাখার পক্ষে নই, আপনি সর্বোচ্চ চাইলে ২০০ জিবি রাখতে পারেন এটাই এনাফ আর বাকি ২০০ জিবি শেয়ার ডিস্ক হিসেবে ব্যবহার করতে পারেন।  
ধরেন আপনার অপারেটিং সিস্টেমের কোন সমস্যা হলো  ৪০০ জিবি স্পেস এর মধ্যে অবশ্যই এমন ফাইল  থাকবে যা পরবর্তীতে নতুন সেটআপ দেওয়ার পর আর পাবেন না।