Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
God Of Thunder
on 03/05/2025, 06:56:28 UTC
ভাই আপনারা কেউ ডুয়েলবুট ইউজ করেন বর্তমানে? আমি টেকনিক্যাল জিনিসপাতি ভালোই বুঝি বা পারি, বাট এই স্পেসিফিক জিনিসটা কখনো ট্রাই করা হয়নাই। নরম্যালি আমি ভার্চুয়াল বক্সে Linux ইনস্টল করে ইউজ করতাম, বাট ইদানীং আমার হাত চুলকাইতেছে ডুয়েলবুট করে চালানোর জন্য। জাস্ট সমস্যা হলো আমার সেপারেট স্টোরেজ ড্রাইভ নাই যেখানে সেফলি এটা ট্রাই মারা যাবে, ভুলবশত ড্রাইভ করোপ্ট হয়ে গেলে সব দিক দিয়ে মারা খাবো। সো সব দিক দিয়েই একটু সাজেশন লাগতো, কারোর যদি এই ফিল্ডে এক্সপেরিয়েন্স থাকে। আরেকটা কথা যারা লিনাক্স ইউজ করতেছেন তারা কোন ফ্লেভার আর কোন ডেক্সটপ ইনভাইরনমেন্ট ইউজ করতেছেন? Huh

আমি নিজেই ইউজ করতেছি বর্তমানে। উইন্ডোজ ১০ + ডেবিয়ান চালাচ্ছি। আর ডুয়েলবুট মারতে গিয়ে আমার সেইম কাহিনি হয়ে গেছে। আমিও ভয়ে ছিলাম যে আমার উইন্ডোজ না করাপটেড হয়ে যায়, হয়েছেও তাই। আর এই পাকনামি টা করছিলো BlackHatSojib। ডুয়েলবুট করার সময় ষ্টোরেজ এ দেখবেন ১৬ মেগাবাইট এর মতো ছোট একটা পার্টিশন আছে, সাইজ কম বেশি হতে পারে, সেটা ভুলেও টাচ করবেন না। টাচ করছেন তো উইনডোজ আর বুট হবে না। একই কাজ ৩-৪ বার করার পর বুঝতে পারছি যে সমস্যা আসলে কোন যায়গা থেকে হচ্ছিলো। লিনাক্স + উইন্ডোজ ৬-৭ বার ইনষ্টল করা লাগছে আমার। শুধু এটা বের করতে যে বার বার সেটাপ দেয়ার পরেও ডুয়েল বুট না হয়ে সিংগেল বুট হচ্ছে কেনো।