Next scheduled rescrape ... never
Version 1
Last scraped
Scraped on 09/05/2025, 07:59:44 UTC
আল্লাহুম্মা সাল্লি আলা সায়্যিদিনা মুহাম্মাদিন নায়িয়্যিল উম্মিয়া ওয়া আলীহি ওয়াবারিক ওয়া সাল্লীম।

এখন কিছু কিছু সময় আসে যখন বিনিয়োগ করলে ১ বছরের মধ্যেই অনেক প্রফিটে করা যায় কিন্তু সঠিক সময়ে কতজনই বিনিয়োগ করতে পারে। যেমন যারা ২০২৩ সালে বিটকয়েন কিনেছিলেন, তারা যদি ১ বছর হোল্ড করে থাকেন তাহলে দেখেন তাদের কি পরিমান প্রফিট হয়েছে, এই রকম সময় সামনে পাবো কিনা সন্দেহ। তাই বিটকয়েনে বিনিয়োগ করলে দীর্ঘমেয়াদী হোল্ড ছাড়া বিকল্প নেই।
এটা সম্ভব যখন মার্কেট হঠাৎ করে নিম্নমুখী পতন হতে শুরু করে তখন যদি কেউ সময়মতো বিনিয়োগ করতে পারে সে ক্ষেত্রে ভালো প্রফিট আসবে। যেমন কয়েক মাস আগে বিটকয়েন যখন এক লক্ষ নয় হাজার থেকে 79 হাজার নেমে গিয়েছিল তখন যদি কেউ বিনিয়োগ করে তারা তো অবশ্যই প্রফিট পাবে। তবে আমরা যখন বিটকয়েন ঊর্ধ্বমুখী হয় তখন মনে করে মার্কেট হয়তো আর নিম্নমুখী হবে না, তখন আমরা বিনিয়োগ করি। আবার যখন মার্কেট খুব নিম্নমুখী হয়ে নামতে শুরু করে তখন আমরা ভাবি মার্কেট হয়তো শেষ আর কখনো বৃদ্ধি পাবে না। তখন আমরা আরো মনে করি মার্কেট হয়তো শেষ হয়ে গেল তখন যা আছে লোকসান দিয়ে সেল দিয়ে দিই। এভাবেই আমরা আমাদের বিনিয়োগ শেষ পর্যন্ত হারিয়ে ফেলি।
Original archived Re: বাংলা (Bengali)
Scraped on 09/05/2025, 07:54:45 UTC
আল্লাহুম্মা সাল্লি আলা সায়্যিদিনা মুহাম্মাদিন নায়িয়্যিল উম্মিয়া ওয়া আলীহি ওয়াবারিক ওয়া সাল্লীম।