আসসালামু আলাইকুম
আমি একটি সমস্যার সমাধান চাচ্ছি। আমি আগে এখানে লিংক দিলে ছবি শো করতো কিন্তু এখন করছে না আমার কি এখানে কোন ভুল হচ্ছে লিংক দেয়ার। আমি Talkimg থেকে ছবি দিয়ে লিংক বের করছি
[/img]
আরো কোন ভালো ওয়েবসাইট আছে কি লিংক বের করার।।

এই ফরম্যাটে ছবি পোস্ট করেন দেখবেন হয়ে গেছে।
আপনি ছবি পোস্ট দেওয়ার জন্য talkimg ছবি আপলোড দেওয়ার পর আপনি একাধিক লিঙ্ক পাবেন সেখান থেকে আপনি আপনার ইচ্ছামত ছবি পোস্ট করতে পারবেন। এজন্য আপনাকে যে লিংক নিয়েছেন সেই লিংকটি

উপরের অপশনটির মাঝখানে পেস্ট করে দেবেন তারপর পোস্ট দিলে অবশ্যই আপনার ছবি দৃশ্যমান হবে। তাছাড়া আপনি উপরে যে লিংকগুলো দিয়েছেন দেখবেন শেষের দিকে আইএমজি রয়েছে। শেষের দিকে আইএমজি থাকলে হবে না বরং উপায় পাশে আইএমজি থাকতে হবে। তাছাড়া আপনি Talkimg থেকে দুপাশে আইএমজি সহ যে লিংকটা পাবেন সেটা পোস্ট করেন দেখবেন দৃশ্যমান হবে। তাছাড়া আপনি আপনার ছবি ছোট বড় করতে চাইলে
[img width=যে কোন সংখ্যা]http://ছবি লিংক[/img]
এভাবে ফরম্যাট করে পোস্ট দিলে অবশ্যই ভিজিবুল হওয়ার কথা।