বিশ্ব মা দিবস, প্রত্যেক মা ভালো থাকুক
বিশ্ব মা দিবসের শুভেচ্ছা।
পৃথিবীতে এক খন্ড জান্নাত যদি থেকে থাকে সেটা অবশ্যই মায়ের কোলে। আমাদের বিশ্বনবি মোস্তফা সা: মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত উল্লেখ করেছেন। আমরা যখন পৃথিবীতে দুর্বল অবস্থায় জন্মগ্রহণ করেছিলাম ঠিক তখনি মায়ের বুকের দুগ্ধ পান করে সবল হয়েছিলাম। আমরা কখনো মায়ের সামান্যতম ঋণ পরিশোধ করতে পারবো না। অথচ আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে এই রকম হাজারো মা যারা সন্তানের দ্বারা নির্যাতিত। মাকে সামান্য একটু সহানুভূতি দেখানো সত্যিই কি খুব বেশি কষ্টের। সন্তানের জন্য মা এতো কিছু করলো অথচ বয়স শেষের দিকে এসে মায়েরাই বেশি নির্যাতিত হয়ে থাকে। পৃথিবীর সকল সন্তানের মা বাবাকে সম্মানিত করার তৌফিক দান করুন।